Portable AC: ভাড়াটেদের আদর্শ AC, ঘর ভাঙচুর ছাড়াই লাগাতে পারবেন

Portable AC: গরমের চাপ যখন বাড়বে, তখন থেকেই ঘর ঠাণ্ডা রাখতে এসি বা কুলার নিয়ে নানা পরিকল্পনা চলে। কিন্তু ভাড়া বাড়িতে যারা থাকেন বা ঘর বদলানোর তাড়া থাকে, তারা এসি বসানো এড়িয়ে যান—কারণ এসি সরিয়ে নিয়ে যাওয়া মানে ঝামেলার সমাহার। সেই সংকট থেকেই জন্ম নেয় পোর্টেবল এসি‑র দরকার।

Advertisement
Portable AC: ভাড়াটেদের আদর্শ AC, ঘর ভাঙচুর ছাড়াই লাগাতে পারবেনভাড়াটেদের আদর্শ AC, ঘর ভাঙচুর ছাড়াই লাগাতে পারবেন
হাইলাইটস
  • গরম কাল এসে গিয়েছে
  • এমন পরিস্থিতিতে মানুষজন তাঁদের ঘরবাড়ি ঠাণ্ডা রাখতে এসি থেকে কুলার-সবই কাজে লাগানোর চেষ্টা করেন
  • আপনি বাজারে বাজেট সেগমেন্টে সহজেই এসি এবং কুলার খুঁজে পেতে পারেন

Portable AC: গরম কাল এসে গিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষজন তাঁদের ঘরবাড়ি ঠাণ্ডা রাখতে এসি থেকে কুলার-সবই কাজে লাগানোর চেষ্টা করেন। আপনি বাজারে বাজেট সেগমেন্টে সহজেই এসি এবং কুলার খুঁজে পেতে পারেন। কিন্তু, যারা ভাড়া বাড়িতে থাকেন বা ঘন ঘন ঘর পরিবর্তন করেন, তাঁদের কথা আলাদা। তাঁরা এসি লাগানো এড়িয়ে যান। এর সঙ্গত কারণ রয়েছে।

গরমের চাপ যখন বাড়বে, তখন থেকেই ঘর ঠাণ্ডা রাখতে এসি বা কুলার নিয়ে নানা পরিকল্পনা চলে। কিন্তু ভাড়া বাড়িতে যারা থাকেন বা ঘর বদলানোর তাড়া থাকে, তারা এসি বসানো এড়িয়ে যান—কারণ এসি সরিয়ে নিয়ে যাওয়া মানে ঝামেলার সমাহার। সেই সংকট থেকেই জন্ম নেয় পোর্টেবল এসি‑র দরকার।

এসি লাগানোর পর তা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া বেশ ঝামেলার। এমন পরিস্থিতিতে পোর্টেবল এসি কিনতে পারেন। এর কারণ হল আপনি সহজেই এটিকে যে কোনও ঘরে সরাতে পারেন বা অন্য জায়গায় হেসেখেলে নিয়ে যেতে পারেন।

ঠিক যেন কুলার
এটি কুলারের মতো সহজেই নড়াচড়া করবে। একইভাবে ব্লু স্টারের 1 টন পোর্টেবল এসি পাওয়া যাচ্ছে। এটি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অনলাইনে কেনা যাবে। Amazon-এ এর দাম পড়বে 29,980 টাকা।

আছে অন্য বিকল্পও
আপনি যদি পোর্টেবল এসি-তে অন্য বিকল্প চান, তাহলে আপনি হায়ার ভার্টিকুল 2 টন 3 স্টার ইনভার্টার টাওয়ার এসির কথা ভেবে দেখতে পারেন। এটা ই-কমার্স সাইটটি ক্রোমায় পাওয়া যায়। এটি ব্যয়বহুল হলেও এতে অনেক দারুণ ফিচার যোগ করা হয়েছে।

এই পোর্টেবল এসি 2 টন এবং 3 স্টার রেটিংওয়ালা। এতে ব্যবহার করা হয়েছে ইনভার্টার প্রযুক্তিও। এটি 180 বর্গ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা রাখতে পারে। আপনি বাজারে অন্যান্য পোর্টেবল এসিও পাবেন যা আপনি এই গরমে কিনতে পারেন। এবং আরামসে ঘুমাতে পারেন বা বাড়িতে থেকে কাদ করতে পারেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement