
চলতি মাসের শেষ সপ্তাহে ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে বড়সড় ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ছুটি ও দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট মিলিয়ে টানা কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের অধিকাংশ শাখা। ফলে গ্রাহকদের আগেভাগেই জরুরি কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত একটানা ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা মিলবে না। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো (শ্রী পঞ্চমী ও বসন্ত পঞ্চমী) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৪ জানুয়ারি শনিবার এবং ২৫ জানুয়ারি রবিবার, নিয়মিত সাপ্তাহিক ছুটি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ায় সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পরদিন, ২৭ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠন। সব মিলিয়ে পাঁচ দিন টানা ব্যাঙ্কের শাখাগুলিতে কোনও কাজকর্ম হবে না।
উল্লেখ্য, বর্তমানে মাসের প্রতিটি রবিবারের পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তার মধ্যেই সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ধর্মঘটের পথে হাঁটছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। যদিও এই ব্যবস্থা ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। ছুটি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ২৭ জানুয়ারির ধর্মঘট ডাকা হয়েছে।
এই সময়ে এটিএম পরিষেবা চালু থাকলেও নগদ টাকার জোগান নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় নগদ তুলে রাখা এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এদিকে ফেব্রুয়ারি ২০২৬ মাসেও ব্যাঙ্ক ছুটির তালিকা বেশ দীর্ঘ। নিয়মিত চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও অতিরিক্ত তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ ফেব্রুয়ারি-লোসার,
১৯ ফেব্রুয়ারি- ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী,
২০ ফেব্রুয়ারি- রাজ্য দিবস বা রাজ্য প্রতিষ্ঠা দিবস।