রাজ্যে শিক্ষক নিয়োগরাজ্যে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার ১৯ নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হতে পারে। কারা আবেদন করতে পারবেন? কী যোগ্যতা জানুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করার জন্য যোগ্যতা
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করা যাবে। এবারের নিয়োগে স্বচ্ছতায় জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অনলাইনে আবেদন
বুধবার দুপুর ৩টে থেকে আবেদন করা যাচ্ছে। সবথেকে বেশি শূন্যপদ দক্ষিণ ২৪ পরগনায়। সবথেকে কম পূর্ব মেদিনীপুরে। ২০১৪, ২০১৭, ২০২২ ও ২০২৩-এর প্রাথমিকে উত্তীর্ণরা এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারেবেন। ইন্টারভিউয়ের এই পর্বে মোট ৫০ নম্বর রয়েছে। মাধ্যমিকের রেজাল্টে ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ১০, এনসিটিই ট্রেনিংয়ে ১৫ ও টেট-এর রেজাল্টে ৫ নম্বর, এক্সট্রা কারিকুলারে ৫ নম্বর, অ্যাপটিটিউড টেস্টের ৫ নম্বর ও ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরে ৫ নম্বর রয়েছে।
আবেদনের জন্য বয়সসীমা
কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকা এবং প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হওয়ার কথা উল্লেখ করা আছে। ১ জানুয়ারি ২০২৫-এর নিরিখে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দিকে জোর দেওয়া হচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর চাকরিপ্রার্থীদের কম্পিউটারে নম্বর লেখা হবে। কাগজে লেখা হবে না। তাই কেউ জানতে পারবেন না কে, কত পেয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে ৩ দফায় নথি যাচাইও করা হবে।