Ration Card Benefits In West Bengal: রেশনে মিলবে চিনি-ছোলা-ময়দা, এপ্রিলে কোন কার্ডে কত চাল-গম?

কার্ড অনুযায়ী রেশন দোকান থেকে রেশন পাওয়া যায়। কারণ সেই অনুযায়ী রেশন বরাদ্দ করে সরকার। এপ্রিল মাসে রেশন দেওয়া শুরু হবে খুব তাড়াতাড়ি।

Advertisement
রেশনে মিলবে চিনি-ছোলা-ময়দা, এপ্রিলে কোন কার্ডে কত চাল-গম?এপ্রিল মাসে রেশন
হাইলাইটস
  • রমজান মাসে রেশনে মিলবে চিনি-ছোলা-ময়দাও
  • অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ডে এই প্যাকেজ দেওয়া হবে

শনিবার থেকে শুরু হল এপ্রিল মাস। প্রতি মাসেই রেশন দোকান থেকে আমরা সারা মাসের রেশন তুলি। রেশন কার্ড (Ration Card) অনুযায়ী প্রত্যেক পরিবারের বা প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা খাদ্যসামগ্রী পায় রেশন দোকান থেকে। আসলে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। কার্ড অনুযায়ী রেশন দোকান থেকে রেশন পাওয়া যায়। কারণ সেই অনুযায়ী রেশন বরাদ্দ করে সরকার। এপ্রিল মাসে রেশন দেওয়া শুরু হবে খুব তাড়াতাড়ি। আমরা এই প্রতিবেদনে জানব যে এপ্রিল মাসে কোন কার্ডে কত পরিমাণ কী কী খাদ্যশস্য  (Ration Card Benefits In April) পাওয়া যাবে।

আমাদের রাজ্যে যে রেশন কার্ডগুলি আছে, সেগুলি হল-অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH), অগ্রাধিকার প্রাপ্ত  রেশনকার্ড (PHH), RKSY1 রেশনকার্ড, RKSY2 রেশনকার্ড। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে তা জানিয়েছে। কার্ড অনুযায়ী মার্চ মাসে কী খাদ্যশস্য়-কত পরিমাণে পাওয়া যাবে তার তালিকা নীচে দেওয়া হল।

আরও পড়ুন: LPG Cylinder Price Reduced: এপ্রিলের শুরুতেই সুখবর, দাম কমল রান্নার গ্যাসের; কলকাতায় কত হল?

অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।

RKSY1 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল পাওয়া যাবে এই কার্ড থাকলে। আর কিছু মিলবে না।

RKSY2 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাওয়া যাবে। আটা বা গম পাওয়া যাবে না। চিনিও পাওয়া যাবে না এই কার্ড থাকলে।

রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ:

Advertisement

রমজান মাস (Ramadan 2023) উপলক্ষে রেশনে (Ration) অতিরিক্ত খাদ্যসামগ্রী দেবে রাজ্য সরকার। রমজান মাসে রেশন গ্রাহকদের ভর্তুকিতে চিনি, ছোলা ও ময়দা দেওয়া হবে। তবে সবাই পাবেন না এই বিশেষ প্যাকেজ (Ration Special Package For Ramadan)। একমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড গ্রাহকদেরই এই প্যাকেজ দেওয়া হবে।  ২৪ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট কার্ড হোল্ডারদের খাদ্যসামগ্রীর এই বিশেষ প্যাকেজ দেওয়া হবে। রমজান মাসে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড থাকা একটি পরিবারকে চিনি, ময়দা ও ছোলা দেওয়া হবে। পরিবার প্রতি ১ কেজি করে চিনি দেওয়া হবে। তার জন্য দাম দিতে হবে ৩২ টাকা। পরিবার পিছু ছোলা পাওয়া যাবে ১ কেজি করে। তার জন্য কেজিতে ৪৯ টাকা দাম দিতে হবে। এছাড়াও, পরিবার পিছু ১ কেজি করে ময়দা দেওয়া হবে। ময়দার জন্য দাম দিতে হবে ৩০ টাকা প্রতি কেজি।

POST A COMMENT
Advertisement