EPIC নম্বর কী? ভোটার কার্ড হারিয়ে গেলে কীভাবে মিলবে নয়া নম্বর? জেনে নিন

ভোটার কার্ডের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগের অধিকার পান ভারতীয় নাগরিকরা। সেই ভোটার কার্ডেই থাকে EPIC নম্বর। জানেন কীভাবে এই কার্ড হারিয়ে গেলে নয়া EPIC নম্বর ইস্যু করা যায়? রইল বিস্তারিত তথ্য...

Advertisement
 EPIC নম্বর কী? ভোটার কার্ড হারিয়ে গেলে কীভাবে মিলবে নয়া নম্বর? জেনে নিন
হাইলাইটস
  • ভোটার কার্ডের মধ্যেই থাকে EPIC নম্বর
  • এই নম্বরের গুরুত্ব কী?
  • কার্ড হারালে কীভাবে মিলবে নয়া নম্বর?

প্রত্যেক ভারতীয় নাগরিক ১৮ বছর পেরোলেই ইস্যু করা হয় ভোটার আইডি কার্ড। যাকে বলা হয়, ইলেকটর্স ফটো আডেনটিটি কার্ড (EPIC)। এই কার্ডের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগের অধিকার পান ভারতীয় নাগরিকরা। এই কার্ড প্রিন্ট হওয়া বিস্তারিত তথ্যই হল EPIC নম্বর। অনেকেই এই নম্বর খেয়াল করলেও তার গুরুত্ব জানেন না, কিংবা ব্যবহারের পদ্ধতিও জানা নেই অনেকের।

EPIC নম্বর হল ১০টি ক্যারাকটারের একটি অ্যালফানিউমেরিক কোড, যা প্রতি ভোটারকে দেয় নির্বাচন কমিশন। ডুপ্লিকেট ভোটার আটকাতে এবং সঠিক ভোটার চিহ্নিত করতেই এই EPIC নম্বর ইস্যু করা হয়। নতুন কার্ডের জন্য আবেদন করতে হেলও এই EPIC নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ভোটার তালিকায় নাম যাচাই করার ক্ষেত্রেও একইভাবে প্রয়োজনীয় হয় এই নম্বরটি। 

কেন এই EPIC নম্বর গুরুত্বপূর্ণ?
> ১০টি বর্ণ এবং নম্বর দিয়ে তৈরি হয় এই EPIC নম্বর। (উদাহরণ: ABC1234567)
> নির্বাচন কমিশনে রেজিস্টার্ড প্রতি ভোটারের চিহ্নিতকরণে এই নম্বর গুরুত্বপূর্ণ। 
> দুই ভোটারের এক EPIC নম্বর হয় না। 
> ভোটের সময়ে এই নম্বর নাগরিকত্বের প্রমাণ।
> এই নম্বর থাকলে দেশের যে কোনও স্থানে বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 
> সরকারি পরিষেবা, সরকারি প্রকল্প এবং অফিশিয়াল রেকর্ডের ক্ষেত্রে এই EPIC নম্বর চাওয়া হতে পারে। 

কোথায় দেখা যায় EPIC  নম্বর?
> ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডে এটি থাকে। 
> EPIC No. নামে একটি লেবেল থাকে।
> লেবেলের পাশেই থাকে নম্বরটি। মূলত বাঁ দিকে থাকে এটি। 

অনলাইনে কীভাবে পাবেন EPIC নম্বর?
> কার্ড হারিয়ে গেলে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করুন। 
> 'Search Your Name in Electoral Roll' অপশন খুঁজুন।
> নাম, বয়স, জেলা,রাজ্য লিখুন। 
> তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর। 

ভোটার কার্ড হারিয়ে গেলে কী করবেন?
> প্যানিক করবেন না। 
> e-EPIC ডাউনলোড করা যাবে উপরে উল্লিখিত ওয়েবসাইট বা পোর্টাল থেকে। 
> স্থানীয় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কিংবা ভোটার হেল্প সেন্টারে যোগাযোগ করুন।
> সরকার প্রদত্ত কোনও পরিচয়পত্র বহন করে নিয়ে গেলেই নতুন EPIC ইস্যু হয়ে যাবে আপনার নামে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement