BLO SIR: বাড়িতে এখনও BLO যাননি, কী করবেন? রইল স্টেপ

৪ নভেম্বর থেকে বাংলায় জোরকদমে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই সময় বাংলার ঘরে ঘরে BLO-দের পৌঁছে যাওয়ার কথা। তাঁরাই ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম। সেই ফর্ম ফিলআপ করে জমা দিলেই নাম থাকবে ভোটার লিস্টে। তবে মুশকিল হল, এখনও বহু বাড়িতেই বিএলও যাননি। তাতে ভোটারদের রক্তচাপ বাড়ছে। তাঁরা ভাবছেন, এমন পরিস্থিতিতে ঠিক কী উচিত? আর সেই উত্তরটাই রইল নিবন্ধতে। তাই ঘাবড়ে না গিয়ে এই স্টেপগুলি ফলো করুন।

Advertisement
বাড়িতে এখনও BLO যাননি, কী করবেন? রইল স্টেপবিএলও (ছবি: জেমিনি)
হাইলাইটস
  • ৪ নভেম্বর থেকে বাংলায় জোরকদমে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
  • এই সময় বাংলার ঘরে ঘরে BLO-দের পৌঁছে যাওয়ার কথা
  • তাঁরাই ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম

৪ নভেম্বর থেকে বাংলায় জোরকদমে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই সময় বাংলার ঘরে ঘরে BLO-দের পৌঁছে যাওয়ার কথা। তাঁরাই ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম। সেই ফর্ম ফিলআপ করে জমা দিলেই নাম থাকবে ভোটার লিস্টে। তবে মুশকিল হল, এখনও বহু বাড়িতেই বিএলও যাননি। তাতে ভোটারদের রক্তচাপ বাড়ছে। তাঁরা ভাবছেন, এমন পরিস্থিতিতে ঠিক কী উচিত? আর সেই উত্তরটাই রইল নিবন্ধতে। তাই ঘাবড়ে না গিয়ে এই স্টেপগুলি ফলো করুন।

ফোন করুন বিএলও-কে

এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। তারপর জোগার করে নিন আপনাদের এলাকার বিএলও-এর নম্বর। আর এই নম্বর খুঁজে পাওয়া খুবই সহজ।

এক্ষেত্রে ECINET অ্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে নিন। সেটা না চাইলে voters.eci.gov.in-এ যান। এই দুই জায়গাতেই 'Connect With Election Officials' বা 'Book A Call With BLO' অপশন পাবেন। সেখানে গিয়ে ক্লিক করুন। এ বার সেখানে ভোটার আইডি নম্বর দিতে হবে। তারপরই আপনার এলাকার BLO-র নাম, ফোন নম্বর পেয়ে যাবেন।

এ বার তাঁকে ফোন করার পালা। ফোন করে জেনে নিন তিনি কবে আসবেন আপনার বাড়ি। তাহলেই আর চিন্তা থাকবে না। নির্দিষ্ট দিনে পেয়ে যাবেন ফর্ম।

৩ বার বাড়ি যাবেন বিএলও

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এক একজন বিএলও তিন বার করে ভোটারের বাড়ি যাবেন। তাই একবার যদি তিনি আপনাকে বাড়িতে নাও পান, তাহলে আরও দুই বার যাবেন। সুতরাং এই নিয়ে চিন্তা করবেন না। আপনি সময়ের আগেই ফর্ম পেয়ে যাবেন।

যাঁরা অফিস টাইমে বাইরে থাকেন...

অনেকেই কর্মসূত্রে সারাদিন বাড়িতে থাকতে পারেন না। এমন পরিস্থিতিতি বিএলও তিন বার বাড়িতে যাবেন। প্রয়োজনে লেটার বক্সে ফর্ম দিয়ে দেবেন। সেটাও সম্ভব না হলে দরজার তলায় ফর্ম রেখে যাওয়ার কথা। এছাড়া ভোটারের বদলে যদি তাঁর পরিবারের কোনও ব্যক্তি থাকেন, তিনিও সই করে ফর্ম নিতে পারেন। তাই এমন পরিস্থিতিতেও চিন্তার কিছুই নেই।

Advertisement

কর্মসূত্রে বাইরে থাকলে অনলাইন রয়েছে

কাজের জন্য বাড়ি ছেড়ে থাকতে হলে অনলাইনে ভরা যাবে এনুমারেশন ফর্ম। এক্ষেত্রে ECINET বা https://voters.eci.gov.in/ -এ গিয়ে এনুমারেশন ফর্ম ভরে নিন। তাতেও কাজ হবে। ভোটার লিস্টে থাকবে আপনার নাম। তাই অহেতুক আতঙ্কিত হবেন না।

POST A COMMENT
Advertisement