Sir Hearing: কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন, SIR শুনানিতে পেয়েছেন ডাক? কী করবেন জেনে নিন

বাংলায় এখন চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই পর্বে ভোটারদের দেওয়া তথ্য নিয়ে কোনও সন্দেহ হলেই শুনানিতে ডাকছে কমিশন। কিন্তু মুশকিল হল, এই রাজ্যের অনেক ভোটারই বর্তমানে পশ্চিমবঙ্গে নেই। তাঁরা নানা কাজে ভিন রাজ্য বা ভিন দেশে গিয়েছেন। আর এমন পরিস্থিতিতে তো তাঁদের পক্ষে হুট করে শুনানিতে হাজির হয়ে যাওয়া সম্ভব নয়। যার ফলে তাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা ছিল। 

Advertisement
কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন, SIR শুনানিতে পেয়েছেন ডাক? কী করবেন জেনে নিনSir হিয়ারিং
হাইলাইটস
  • বাংলায় এখন চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
  • এই পর্বে ভোটারদের দেওয়া তথ্য নিয়ে কোনও সন্দেহ হলেই শুনানিতে ডাকছে কমিশন
  • তাঁদের পক্ষে হুট করে শুনানিতে হাজির হয়ে যাওয়া সম্ভব নয়

বাংলায় এখন চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই পর্বে ভোটারদের দেওয়া তথ্য নিয়ে কোনও সন্দেহ হলেই শুনানিতে ডাকছে কমিশন। কিন্তু মুশকিল হল, এই রাজ্যের অনেক ভোটারই বর্তমানে পশ্চিমবঙ্গে নেই। তাঁরা নানা কাজে ভিন রাজ্য বা ভিন দেশে গিয়েছেন। আর এমন পরিস্থিতিতে তো তাঁদের পক্ষে হুট করে শুনানিতে হাজির হয়ে যাওয়া সম্ভব নয়। যার ফলে তাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা ছিল। 

যদিও এই সমস্যার সমাধান ইতিমধ্যেই করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই সমাধানটাই এই নিবন্ধে জানালাম আমরা। 

বাইরে থাকলে কী করতে হবে? 
আপনি কি SIR শুনানির জন্য রাজ্যে ফিরতে পারবেন না? এই প্রশ্নের হ্যাঁ হলেও খুব একটা চিন্তা নেই। কারণ, এই সমস্যার একটা সহজ সমাধান করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, ভিন রাজ্য বা ভিন দেশে থাকা ভোটাররা যদি শুনানিতে হাজির হতে না পারেন, তাতে কোনও অসুবিধা নেই। এই সব ভোটারদের হয়ে শুনানি কেন্দ্রে যেতে পারেন পরিবারের কোনও সদস্য। তাহলেই কাজ হবে।  

নির্দিষ্ট নথি নিয়ে যেতে হবে
খালি হাতে শুনানি কেন্দ্রে যাওয়া যাবে না। বরং কমিশনের বলে দেওয়া ১৩টি নথির মধ্যে যে কোনও একটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। পাশাপাশি ভোটারের SIR নথি দেখাতে হবে। এমনকী ভোটারের সঙ্গে শুনানি কেন্দ্রে হাজির হওয়া মানুষটির কী সম্পর্ক, সেটাও বোঝাতে হবে। তাহলেই কাজ হবে। 

কারা এই সুবিধা পাবেন? 
ভিন রাজ্য বা দেশে কর্মরত সকলেই এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, সামরিক বা আধা সামরিক বাহিনীতে কর্মরতদেরও সশরীরের উপস্থিত হতে হবে না শুনানি কেন্দ্রে। 

আর কাদের শুনানি কেন্দ্রে যেতে হবে না?
শুনানি শুরুর পর থেকেই একের পর বিতর্ক হয়েছে। বিশেষত, বয়স্ক মানুষদের লাইনে দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিও সবথেকে বেশি আলোড়ন ফেলেছে। তবে এই সমস্যার সহজ সমাধান করেছে কমিশন। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে ৮৫ বছর বা তাঁর বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে যেতে হবে না। এছাড়া বিশেষভাবে সক্ষম এবং গুরুতর অসুস্থদেরও যেতে হবে না। এই সব ক্ষেত্রে পরিবারের কাউকে ইআরও-এর কাছে আবেদন করতে হবে। তাহলেই হবে কাজ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement