জলমগ্ন কলকাতা ও তার আশপাশের এলাকা। তার জেরে রাস্তায় নেমে বিপাকে সাধারণ মানুষ। বিশেষ করে যাঁরা বাইক বা স্কুটি নিয়ে বেরিয়েছেন তাঁদের তো সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাস্তায় কোথাও কোথাও বাইক বা স্কুটি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়ছেন অনেকে।
রাস্তার জমা জলে বাইক বা স্কুটি বন্ধ হয়ে গেলে মাথায় বাজ পড়ায় জোগাড় হয়। কী করা উচিত ভেবে পান না অনেকে। তবে বাইক বা স্কুটি মেকানিকদের দাবি, এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ হল মাথা ঠান্ডা রাখা। কখনও ঘাবড়ে যাওয়া উচিত নয়। জমা জলে আপনার বাহনের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে সেটা মাথায় রেখেই বাড়ি থেকে বের হন।
রাস্তায় বাইক বা স্কুটি বন্ধ হয়ে গেলে প্রথমেই বাহনটি রাস্তায় একপাশে নিয়ে যান। বাইক বা স্কুটি ফের স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। কিক মেরে দেখতে পারেন। তবে সেলফ স্টার্ট দিলে ইঞ্জিনে তার খারাপ প্রভাব পড়তে পারে। ইঞ্জিন নষ্টও হতে পারে। যদি দেখেন তারপরও স্টার্ট হচ্ছে না তাহলে অপেক্ষা করে যান। একই সময়ে বারবার চেষ্টা করলে হিতে বিপরীত হবে।
আসলে বাইকের সাইলেন্সর পাইপ দিয়ে কোনও ভাবে যদি ইঞ্জিনে জল ঢুকে যায়, তা হলে স্টার্ট বন্ধ হয়ে যায়। গাড়ির এয়ার ফিল্টার যদি ভিজে গিয়ে থাকে, তা হলে সেটি খুলে শুকিয়ে নিতে হবে। বাইকের স্পার্ক প্লাগটিতে জল লেগে মরচে পড়েছে কি না সেটিও ভালোভাবে পরীক্ষা করে নিন।
বাইক বা স্কুটির স্টার্ট কেন বন্ধ হয়? এর একাধিক কারণ আছে। তার মধ্যে অন্যতম হল ইঞ্জিনে জল ঢুকে যাওয়া, এয়ার ফিল্টারে জল ঢুকে যাওয়া, ইলেকট্রিক সার্কিট বা স্পার্ক প্লাগ ভিজে যাওয়া, এক্সজস্ট পাইপে জল ঢোকা।
মেকানিকরা জানাচ্ছেন, বাইক বা স্কুটি যদি ঘণ্টাখানেক পরেও স্টার্ট না নেয় তাহলে স্পার্ক প্লাগ খুলে নিন। তারপর প্লাগহোল থেকে জল বের করুন। এয়ার ফিল্টার ভিজে থাকলে শুকিয়ে নিন। ইঞ্জিন অয়েলে জল ঢুকলে তেল বদলে ফেলুন।
এরপরও যদি বাইক স্টার্ট না নেয় তাহলে অবশ্যই মেকানিকের সাহায্য নিন। অনলাইনে অনেক মেকানিক পাওয়া যায়। তাঁদের ডেকে নিন।