হলিডে লিস্ট২৩ তারিখ ছিল সরস্বতী পুজো এবং নেতাজি জন্মজয়ন্তী। সেটা ছিল শুক্রবার। তারপর শনি-রবি। আর সোমবার হল ২৬ জানুয়ারি। অর্থাৎ বছরের প্রথমেই একটা টানা ছুটি পেয়েছেন অনেকে। সেই মতো গিয়েছেন ঘুরতে। আর আজ সেই লম্বা ছুটিরই অন্তিম দিন। তাই কিছুটা মন খারাপ রয়েছে।
আসলে এখন অধিকাংশ মানুষের জীবনই খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটে। যার ফলে মাঝে মধ্যেই মন চায় একটু ঘর ছেড়ে দূরে কোথাও কয়েক দিনের জন্য ঢুঁ মেরে আসতে। তবে মন চাইলেই তো আর সব হয়ে যায় না। বরং ঘুরতে যেতে চাইলে লাগে ছুটি। কিন্তু বর্তমান কর্পোরেটের যুগে সেই ছুটিটা পাওয়াই খুব কঠিন হয়ে পড়ে। বসের কাছে ছুটি চাইতে গেলেই অধিকাংশ ক্ষেত্রে না শুনে ফিরতে হয়। তখন হয় মন খারাপ।
তবে ছুটি যদি সরকারি হয়, সেখানে তো বসের কিছুই করার থাকে না। তাই এখন একটা বড় অংশের মানুষ শনি, রবিবারের প্রাপ্য ছুটির সঙ্গে অন্য কোনও ছুটি জুড়ে গেলেই ঘুরতে চলে যান। এটাই এখন ট্রেন্ড। আর এমনই একটা ৪ দিনের ছুটি পাওয়া গিয়েছে জানুয়ারিতে। এই সুযোগেই অনেকে বেরিয়ে পড়েছিলেন মনের ডাকা সাড়া দিতে।
যদিও আজ সেই ছুটির হল শেষ দিন। তাই কিছু মানুষ এখন থেকেই মন খারাপ করে বসে রয়েছেন। আর সেই তালিকায় যদি আপনিও থাকেন, তাহলে শুনুন, চলতি বছরেই রয়েছে কিছু টানা ছুটি। তাই চিন্তার কোনও কারণ নেই। তাই চলতি বছরের টানা ছুটির তালিকাটা জেনে নিন।