Money Making Formula: হাতে লাখ টাকা, কোথায় রাখবেন? বসে বসে টাকা বাড়ানোর উপায়

best investment for 5 lakh: হাতে ৫ লক্ষ টাকা। কোথায় বিনিয়োগ করা উচিত? অনেকের মনেই সেই প্রশ্ন থাকে। ব্যাঙ্কে রাখবেন, পোস্ট অফিসে জমা দেবেন, না কি মিউচুয়াল ফান্ডে লগ্নি করবেন? বাজারের ওঠানামা, ঝুঁকি, সুদের হার; সবই বিবেচনা করতে হবে।

Advertisement
হাতে লাখ টাকা, কোথায় রাখবেন? বসে বসে টাকা বাড়ানোর উপায়৫ লাখ টাকায় কোনটায় কত রিটার্ন? সেই টেবিলও প্রতিবেদনের শেষে দেওয়া হল।
হাইলাইটস
  • বাজারের ওঠানামা, ঝুঁকি, সুদের হার; সবই বিবেচনা করতে হবে।
  • কিছু নির্দিষ্ট অপশনের কথা ভাবলে ছবিটা খানিকটা পরিষ্কার হবে।
  •  ৫ লাখ টাকায় কোনটায় কত রিটার্ন? সেই টেবিলও প্রতিবেদনের শেষে দেওয়া হল।

best investment for 5 lakh: হাতে ৫ লক্ষ টাকা। কোথায় বিনিয়োগ করা উচিত? অনেকের মনেই সেই প্রশ্ন থাকে। ব্যাঙ্কে রাখবেন, পোস্ট অফিসে জমা দেবেন, না কি মিউচুয়াল ফান্ডে লগ্নি করবেন? বাজারের ওঠানামা, ঝুঁকি, সুদের হার; সবই বিবেচনা করতে হবে। ফলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়। তবে কিছু নির্দিষ্ট অপশনের কথা ভাবলে ছবিটা খানিকটা পরিষ্কার হবে। ৫ লাখ টাকায় কোনটায় কত রিটার্ন? সেই টেবিলও প্রতিবেদনের শেষে দেওয়া হল।

ফিক্সড ডিপোজিট(Fixed Deposit, State Bank of India)
প্রথমেই আসা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রসঙ্গে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে; ‘অমৃত বৃষ্টি’। এই স্কিমের মেয়াদ ৪৪৪ দিন। সাধারণ গ্রাহকদের জন্য এই এফডিতে সুদের হার 6.45 শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে রেট বেড়ে দাঁড়ায় 6.95 শতাংশে। অর্থাৎ, যাঁরা একেবারেই ঝুঁকি নিতে চান না এবং নির্দিষ্ট সময় পরে নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য এই স্কিম বেস্ট। তবে মনে রাখতে হবে, সুদের হার নির্দিষ্ট হলেও রিটার্ন তুলনামূলকভাবে কম।

পোস্ট অফিস FD (Post Office FD)
এর পরের অপশন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। ২০২৬ সালের ৭ জানুয়ারি অনুযায়ী সুদের হার জেনে নেওয়া যাক। পোস্ট অফিসের পাঁচ বছরের এফডিতে বার্ষিক সুদের হার 7.50 শতাংশ। কর সাশ্রয়ের সুবিধাও রয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এই স্কিম অনেকের কাছেই আকর্ষণীয়। সরকারি প্রকল্প। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা নেই। তবে এখানেও সমস্যা একটাই। টাকা খুব আস্তে আস্তে বাড়ে। 

মিউচুয়াল ফান্ড (Mutual Fund)
তৃতীয় অপশন মিউচুয়াল ফান্ড। এখানেই শুরু হয় ঝুঁকির বিষয়টি। তথ্য বলছে, গড়ে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে ৯ থেকে ১২ শতাংশ বা তারও বেশি রিটার্ন হতে পারে। তবে, এই রিটার্ন নিশ্চিত নয়। বাজার ভাল থাকলে লাভ হবে। বাজার খারাপ হলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানেই একটু হলেও ঝুঁকি নিতে হবে। এই বাস্তবটা অস্বীকার করার উপায় নেই।

Advertisement

৫ লাখ টাকায় কোনটায় কত রিটার্ন?

বিনিয়োগ মেয়াদ রিটার্ন (আনুমানিক) ঝুঁকি
SBI FD ৪৪৪ দিন ₹৫.৩৯–৫.৪২ লক্ষ নেই
Post Office FD ৫ বছর ₹৬.৮৭ লক্ষ নেই
Mutual Fund ৫ বছর ₹৮–৯ লক্ষ আছে

মনে রাখবেন
তবে বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি নেওয়া মানেই যে বেপরোয়া বিনিয়োগ করছেন, এমনটা নয়। সময়ের সঙ্গে সঙ্গে বাজার ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে ইক্যুইটি ফান্ড সাধারণত ভাল রিটার্নই দেয়। কিন্তু এই জাতীয় বিনিয়োগের আগে ভাল করে পড়াশোনা করা উচিত। অভিজ্ঞ আর্থিক পরামর্শদাতার সাজেশন নিতে হবে। তবেই বিনিয়োগ করুন। কারও কথা শুনে হঠাৎ বিনিয়োগ নয়। চটজলদি বড়লোক হওয়ার চেষ্টাও না করাই শ্রেয়।

ফলে, ৫ লক্ষ টাকা বিনিয়োগের আগে নিজেকে প্রশ্ন করুন। আপনি কতটা ঝুঁকি নিতে রাজি? সম্পূর্ণ নিরাপত্তা চাইলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এফডি। তুলনামূলক বেশি রিটার্নের আশা থাকলে মিউচুয়াল ফান্ড। তবে ঝুঁকি মাথায় রেখেই। আর রিসার্চ করে। সিদ্ধান্তটা ব্যক্তিগত।  

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement