Royal Enfield, Bajaj না Honda, কোন Motorcycle আপনার জন্য আদর্শ?

Motorcycle Buying Guide: মোটরবাইক শুধুই যাতায়াতের মাধ্য়ম নয়। এটা একটা লাইফস্টাইল। সে আপনি পেশার খাতিরেই বাইক চালান, অথবা শখে; রাইডিং আপনাকে একটা আলাদা মানুষের পরিণত করে।

Advertisement
Royal Enfield, Bajaj না Honda, কোন Motorcycle আপনার জন্য আদর্শ?আপনার জন্য কোন বাইকটি সেরা জানুন।
হাইলাইটস
  • কোন বাইক আপনার জন্য আদর্শ হবে তা ঠিক করা অনেক বেশি জটিল।
  • কীভাবে আপনার জন্য সেরা বাইকটা বেছে নেবেন, তারই ব্যাখ্যা দেওয়া হল।
  • আপনার উচ্চতা অনুযায়ী বাইকের সিট হাইট এবং হ্যান্ডেল গ্রিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Motorcycle Buying Guide: মোটরবাইক শুধুই যাতায়াতের মাধ্য়ম নয়। এটা একটা লাইফস্টাইল। সে আপনি পেশার খাতিরেই বাইক চালান, অথবা শখে; রাইডিং আপনাকে একটা আলাদা মানুষের পরিণত করে। এখন বলে নয়, বরাবরই মোটরসাইকেল রাইডারদের একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু আগে বাজারে মোটরসাইকেলের চয়েস কমই ছিল। সেই রাজদূত, আরএক্স হান্ড্রেড অথবা রয়্যাল এনফিল্ডের মধ্যে থেকে বাছতে হত। এখন প্রচুর মডেল। আর সেই কারণেই কোন বাইক আপনার জন্য আদর্শ হবে তা ঠিক করাও অনেক বেশি জটিল। এই গাইডে উচ্চতা, শরীরের ধরন, ব্যবহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে কীভাবে আপনার জন্য সেরা বাইকটা বেছে নেবেন, তারই ব্যাখ্যা দেওয়া হল।

১. উচ্চতা এবং বাইকের সাইজ
আপনার উচ্চতা অনুযায়ী বাইকের সিট হাইট এবং হ্যান্ডেল গ্রিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম উচ্চতার রাইডারদের জন্য একটু নিচু সিটের বাইক সুবিধাজনক। উদাহরণস্বরূপ, TVS Radeon বা Honda Shine ৩০০ সিসির কম সিট হাইট। সেই কারণে ছোট ও মাঝারি উচ্চতার রাইডারদের জন্য আরামদায়ক। তবে যাঁদের হাইট একটু বেশি, তাঁরা Royal Enfield Meteor 350 বা KTM Duke 390 এর মতো বাইক নিতে পারেন। এগুলির হ্যান্ডল এবং লেগ স্পেস বড় চেহারার জন্য উপযুক্ত। কম উচ্চতা নিয়েও চালানো যায় বটে। তবে বেশি উচ্চতা থাকলে যে এই বাইকগুলি আরও স্বচ্ছন্দে চালানো যায়, তা বলাই বাহুল্য।

২. ব্যবহারের ধরন
যদি আপনি প্রতিদিন অফিস যাতায়াতের জন্য বাইক চান, তাহলে Honda CB Shine, Bajaj Pulsar 150 বা TVS Apache RTR 160 র মতো বাইক ভাল অপশন। এগুলো হালকা, মোটামুটি কম তেল খায়। শহরের ট্রাফিকে সহজে কাটাতে পারবেন, হাইওয়েতে চট করে পিক আপও নেবে।

লোকাল বাজার ঘাট বা ডেলিভারির কাজ: মালবাহী বা প্যাকেজ ডেলিভারির জন্য Hero Splendor Plus বা Bajaj Platina 100 এর মতো বাইক ব্যবহার করা যেতে পারে। মাইলেজ ভাল। মেন্টেনেন্স খরচ কম। ওজনও বেশ হালকা। অলিগলিতে দীর্ঘ সময় বাইক চালাতে পারবেন। তাছাড়া আপনার যদি শুধুমাত্র স্থানীয় বাজারঘাট, ছেলেমেয়েকে স্কুলে দিয়ে আসা, এমন অল্প সময়ের জন্যই বাইক প্রয়োজন, তাহলেও এগুলিই কেনা ভাল।

Advertisement

লং উইকেন্ড ট্যুর: যদি নিয়মিত ব্যবহারের পাশাপাশি মাঝে মাঝে ট্য়ুরও করতে চান, তাহলে Royal Enfield Meteor 350, KTM Duke 250 বা Bajaj Dominar 250 র মতো বাইক ভাল অপশন। এগুলি কমফোর্টেবল। স্ট্যাবিলিটি আছে। লম্বা দূরত্বে রাইড করার সুবিধা আছে।

স্টাইল ও ইমেজ: অনেকের আবার একটু স্টাইলিশ বাইক পছন্দ। তাঁরা KTM Duke 125/250, Honda Hornet 2.0 বা Yamaha R15 এর মতো বাইক নিতে পারেন। দামের নিরিখে এগুলি দেখতে সত্যিই আকর্ষণীয়।

৩. রাইডারের শরীরের ধরন
বাইকের হ্যান্ডেল এবং ফুটপেগ পজিশন আপনার শরীরের ধরনের সঙ্গে মাননসই হতে হবে। ফিট, শক্তপোক্ত বডি টাইপের রাইডাররা যে কোনও বাইক সহজে চালাতে পারেন। কারণ তাঁদের হাত, কাঁধ, পেট ও পিঠের পেশি শক্তিশালী হয়। কিন্তু সাধারণ শরীরের রাইডারদের বেশি স্পোর্টি বাইকে কমফোর্টেবল নাও লাগতে পারে। তাই বাইক কেনার আগে, সেই মডেলই আছে, এমন কোনও বন্ধু বা পরিচিত খুঁজে বের করুন। এরপর তাঁর বাইকটি কিছুক্ষণ চালিয়ে দেখুন। কমফোর্টেবল লাগলে তবেই নিন।

৪. বাজেট এবং মেন্টেনেন্স
বাজেটটাও গুরুত্বপূর্ণ। কম খরচে ভালো বাইক চাইলে Hero Splendor, Bajaj Pulsar 150 বা Honda Shine ভাল। আপনার বাড়ির কাছাকাছি সার্ভিসিং করানো যাবে কিনা, সেটাও মাথায় রাখুন। শুধুমাত্র সার্ভিস করাতেই কয়েক ঘণ্টা জার্নি যেন না করতে হয়।

ফলে, আপনার উচ্চতা, ব্যবহারের ধরন, শরীরের ধরন এবং বাজেট বিবেচনা করে বাইক বেছে নিন। আর অবশ্যই কোনও বাইক কেনার আগে টেস্ট রাইডের চেষ্টা করুন। শোরুম থেকে না পেলে কারও থেকে ধার নিয়ে চালিয়ে দেখুন। মোটরসাইকেল সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।

POST A COMMENT
Advertisement