পার্সোনাল লোন না ক্রেডিট কার্ড ইএমআই?হাতে সবসময় নগদ টাকা থাকে না। তবে স্বপ্ন যে পকেটের মুখ চেয়ে বসে নেই। তাই তো মানুষ ধার নিয়ে বিয়ে করেন, ঘুরতে যান, মোবাইল বা অন্য গ্যাজেট কেনেন। আবার কিছু ক্ষেত্রে এর্মাজেন্সি খরচ মেটাতে লোন নেওয়া ছাড়া উপায় থাকে না। আর এমন পরিস্থিতিতে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আবার কেউ কেউ পার্সোনাল লোন নেন।
কিন্তু প্রশ্ন হল, ক্রেডিট কার্ড না পার্সোনাল লোন, কোনটা আপনার জন্য সাশ্রয়ী? কোন উপায়ে টাকা নিলে পকেটে একটু বেশি টাকা থাকবে? আর সেই উত্তরটা জানতে চাইলে নিবন্ধটি পড়ুন।
পার্সোনাল লোন নিয়ে দুই-চার কথা
আসলে পার্সোনাল লোন নেওয়ার আগেই তার ইন্টারেস্ট সম্পর্কে জানা যায়। এটি নানা ব্যক্তিগত কারণে পাওয়া যায়। একবার লোন নেওয়ার পর সেটা মাসে মাসে কিস্তিতে শোধ করতে হয়। এক্ষেত্রে ৫ বছর পর্যন্ত লোন রি-পেমেন্টের মেয়াদ থাকতে পারে।
এখানে বলে রাখা প্রয়োজন, পার্সোনাল লোনের ইন্টারেস্ট কিন্তু মানুষ ভেদে আলাদা হয়। ব্যাঙ্ক কোনও ব্যক্তির রিস্ক প্রোফাইলিং করার পরই এই লোন দিয়ে থাকে। সাধারণত ১০ থেকে ২৪ শতাংশ হারে লোন দেওয়া হয়।
ক্রেডিট কার্ড লোন নিয়ে জেনে রাখুন
আমাদের হাতের কাছেই থাকে ক্রেডিট কার্ড। এই কার্ড যখন খুশি তখন ব্যবহার করা যায়। এক্ষেত্রে পছন্দের জিনিস কেনা থেকে হাসপাতালের বিল, ওষুধের বিল, ফোনের বিল, ইলেকট্রিকের বিল, সবই দেওয়া যায় এই কার্ডের মাধ্যমে। আর সবথেকে বড় কথা, আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য ব্যাঙ্কের অ্যাপ্রুভালের দরকার নেই। বরং লিমিটের মধ্যে দাঁড়িয়ে যতটা খুশি খরচ করা যায়। সেই কারণেই সকলে এত ক্রেডিট কার্ড প্রেমী হয়ে উঠেছেন।
তবে মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট কিছুটা বেশি। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট ৩৪ শতাংশ পর্যন্ত যেতে পারে।
কোনটা বেশি সাশ্রয়ী?
সেই হিসেবে দেখতে গেলে পার্সোনাল লোনের ইন্টারেস্ট কম। এটা অনেক দিন ধরে দেওয়া যায়। তাই ক্রেডিট কার্ড লোনের তুলনায় পার্সোনাল লোন নেওয়াই আপাতভাবে সাশ্রয়ী। তবে মাথায় রাখতে হবে, পার্সোনাল লোন অনেকটা সময় ধরে দিতে হয়। তাই কিছু ক্ষেত্রে আদতে বেশি টাকা দিতে হয় ইন্টারেস্ট হিসাবে।
অন্যদিকে কম সময়ের জন্য যদি লোন করতে হয়, আপনার যদি তৎক্ষণাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে খুব ভাল বিকল্প হল ক্রেডিট কার্ড। যদিও এটিতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট দিতে হয়। তাই এর থেকে যতটা সম্ভব দূরে থাকুন।
পরিশেষে বলি, যে কোনও লোনই খারাপ। তাই যেটুকু আয়, সেটুকুর মধ্যে চলার চেষ্টা করুন। তাহলেই আর কোনও সমস্যা হবে না।