Credit Score Reduce: কেন কমে যায় ক্রেডিট স্কোর? লোন নেওয়ার আগে জানা মাস্ট

ক্রেডিট স্কোর বেশির দিকে থাকা খুবই জরুরি। নইলে বিপদ হতে পারে। লোন না পেতে পারেন। এমনকী পেলেও সেটাতে গুনতে হয় বাড়তি সুদ। যার ফলে খরচ হয়ে যায় বাড়তি টাকা। আর এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় ৭৫০-এর উপরে রাখতে বলেন ক্রেডিট স্কোর।

Advertisement
কেন কমে যায় ক্রেডিট স্কোর? লোন নেওয়ার আগে জানা মাস্টক্রেডিট স্কোর কমে কেন?
হাইলাইটস
  • ক্রেডিট স্কোর বেশির দিকে থাকা খুবই জরুরি
  • এখনও অনেকেই জানেন না যে কীভাবে কমে যায় ক্রেডিট স্কোর
  • সেই কারণে তাদের স্কোরটা অনেকটাই কমে যায়

ক্রেডিট স্কোর বেশির দিকে থাকা খুবই জরুরি। নইলে বিপদ হতে পারে। লোন না পেতে পারেন। এমনকী পেলেও সেটাতে গুনতে হয় বাড়তি সুদ। যার ফলে খরচ হয়ে যায় বাড়তি টাকা। আর এই কারণেই বিশেষজ্ঞরা সব সময় ৭৫০-এর উপরে রাখতে বলেন ক্রেডিট স্কোর।

কিন্তু মুশকিল হল, এখনও অনেকেই জানেন না যে কীভাবে কমে যায় ক্রেডিট স্কোর। আর সেই কারণে তাদের স্কোরটা অনেকটাই কমে যায়। সুতরাং সাবধান হন। জেনে নিন ঠিক কেন ক্রেডিট স্কোর কমে যায়।

পেমেন্ট মিস

কোনও লোন নেওয়ার পর ঠিক সময় তা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ে ইএমআই দেওয়া মাস্ট। নইলে পেমেন্ট মিস হয়ে যাবে। যার ফলে কমে যেতে পারে ক্রেডিট স্কোর। এমনকী সেটা ৬০০-এর নীচে নেমে যেতে পারে। তাই এই ভুল আর নয়।

বেশি লোন নেওয়া

ধরুন আপনার লোন পাওয়ার ক্ষমতা ১০ হাজার টাকা। আর আপনি ১০ হাজার টাকাই লোন নিয়ে বসে আছেন। এই কারণে কমে যেতে পারে পারে ক্রেডিট স্কোর। তাই চেষ্টা করুন ক্রেডিট কার্ডের মোটামুটি ৩০ শতাংশের মতো ব্যবহার করার। তার বেশি করবেন না। ব্যাস, তাহলেই খেলা ঘুরে যাবে।

একাধিক ঋণ চলা

অনেকেই লোনের উপর বাঁচেন। তারা একাধিক লোন নেন। আর এই ভুলেই বিপদ বাড়ে। কমে যেতে শুরু করে দেয় ক্রেডিট স্কোর। তাই এখন থেকে এই সব ভুল আর নয়। বরং চেষ্টা করুন যতটা সম্ভব কম লোন নেওয়ার। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন বাড়বে ক্রেডিট স্কোর। আপনার লোন নিতে সমস্যা হবে না।

ক্রেডিট কার্ডে মিনিমাম বিল দেওয়া

ক্রেডিট কার্ডে বিল দেওয়ার দু'টি বিকল্প থাকে। প্রথমত, আপনি পুরো বিল একবারে দিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, মিনিমাম বিল মেটাতে পারেন। আর অনেকেই মিনিমাম বিল দেন। যার ফলে ক্রেডিট স্কোর কিছুটা হলেও কমে। তাই এখন থেকে চেষ্টা করুন ক্রেডিট কার্ডে মিনিমাম বিল না দেওয়ার। তাতেই খেলা ঘুরে যাবে।

Advertisement

লোন না থাকা

অনেকে লোন নেন না। তার আগেই ক্রেডিট স্কোর চেক করেন। আর সেই কারণেও তাদের কমই থাকে ক্রেডিট স্কোর। আসলে আপনার ঋণ নেওয়ার ইতিহাসের উপর ক্রেডিট স্কোর তৈরি হয়। তাই লোন নেওয়ার হিস্ট্রি না থাকলে কমই থাকে স্কোর।

পরিশেষে বলি, প্রয়োজন ছাড়া কোনওভাবেই লোন নেবেন না। এটা খারাপ অভ্যাস। এর জন্য লোন ট্র্যাপে পড়তে পারেন।

POST A COMMENT
Advertisement