GST-তে কেন পেট্রোল-ডিজেল নেই? এই প্রথম জানালেন নির্মলা সীতারামন

জিএসটি সংস্কারের পর একগুচ্ছ জিনিস সস্তা হতে চলেছে। ফলে মধ্যবিত্তের পকেট স্বস্তি পেতে চলেছে। পুজোর আগে ২২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। কিন্তু এর আওতার বাইরে পেট্রোল-ডিজেল। কেন পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় রাখা হচ্ছে না? আজ তকের এক্সস্লুসিভ সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

Advertisement
GST-তে কেন পেট্রোল-ডিজেল নেই? এই প্রথম জানালেন নির্মলা সীতারামনঅর্থমন্ত্রী নির্মলা সীতারামন

জিএসটি সংস্কারের পর একগুচ্ছ জিনিস সস্তা হতে চলেছে। ফলে মধ্যবিত্তের পকেট স্বস্তি পেতে চলেছে। পুজোর আগে ২২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। কিন্তু এর আওতার বাইরে পেট্রোল-ডিজেল। কেন পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় রাখা হচ্ছে না? আজ তকের এক্সস্লুসিভ সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

তিনি বলেন, "সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ প্রস্তুত। তারা আজও এটিকে জিএসটির আওতায় রাখতে পারে, কিন্তু জিএসটির প্রস্তাবে এটি ছিল না। জিএসটি চালু করার সময়ও আমরা পেট্রোল এবং ডিজেলকে এই বিভাগে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু রাজ্যগুলি প্রস্তুত ছিল না।"

তিনি বলেন, এর সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছবে। যদি কোনও কোম্পানি বা সংস্থা জনগণকে সুবিধা প্রদান না করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, যখনই রাজ্যগুলি হার নির্ধারণের জন্য প্রস্তুত থাকবে, তখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা যেতে পারে। তবে, এখনই এটিকে জিএসটিতে অন্তর্ভুক্ত করার কোনও প্রস্তাব নেই। 

কেন শেয়ার মার্কেট উঠছে না?
জিএসটি সংস্কার ঘোষণার পরেও কেন শেয়ার বাজারের উঠছে না? এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বাজার কখনই একটি বিষয়ের উপর কাজ করে না। এটি কাজ না করার বিভিন্ন কারণ থাকতে পারে। 

৯৯ শতাংশ জিনিসপত্র সস্তা হয়েছে
আজ তকের সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জিএসটি ২.০ সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তিনি আরও বলেন, জিএসটিতে নতুন সংস্কারের কারণে ৯৯ শতাংশ জিনিসপত্র সস্তা হয়েছে। খাদ্যদ্রব্য যতটা সম্ভব সস্তা করার চেষ্টা করা হয়েছে। 

বিরোধীরা কৃতিত্ব নিচ্ছে
বিরোধীরা জিএসটিকে 'গব্বর সিং' ট্যাক্স বলে অভিহিত করার বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, আজ ৯১ শতাংশ কর আদায়কারী জিএসটির জন্য কৃতিত্ব নিচ্ছে। জিএসটি বিরোধী দলগুলির সমর্থন পাচ্ছে... এটাই যথেষ্ট। ইন্দিরা গান্ধীর সময়ে কংগ্রেস দল আয়করের উপর ৯১% কর আরোপ করত। আজ তারা জিএসটি সংস্কারের কৃতিত্ব নিচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement