সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের উদ্দেশ্যে 'অগ্নিপথ নিয়োগ যোজনা' ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের । এই বিষয়ে রাজনাথ সিং বলেন, অগ্নিপথ নিয়োগ যোজনার অধীনে চার বছরের জন্য সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে। এর পাশাপাশি চাকরি ছাড়ার সময় তাঁরা সার্ভিস ফান্ড প্যাকেজ পাবেন। এই প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী যুবকদের 'অগ্নিবীর' বলা হবে।
Agneepath Recruitment Scheme Announced By Defence Minister Rajnath Singh.