scorecardresearch
 
Advertisement

ITR Return: রিটার্ন ফাইলের আগে জেনে নিন, কোন আয়ের জন্য কর দিতে হয় না?

ITR Return: রিটার্ন ফাইলের আগে জেনে নিন, কোন আয়ের জন্য কর দিতে হয় না?

আর্থিক বছর২০২৩-২৪ এবং মূল্যায়ন বছর ২০২৪-২৫-এর জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ঘনিয়ে আসছে। আপনি ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত জরিমানা ছাড়াই ITR ফাইল করতে পারেন। আয়কর রিটার্ন দাখিলের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। করদাতাদের অনেক আয়ের উৎসের ওপর কর দিতে হয়। আবার অনেক আয়ের উৎসও করমুক্ত। আপনি যদি এই ১২টি উৎসের মাধ্যমে আয় করে থাকেন তবে আপনাকে কোনও প্রকার কর দিতে হবে না।

Advertisement