রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) প্যারা-মেডিকেলের ১৩৬৭ টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদনের চেয়ে%C2%A0বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে চান তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের অঞ্চল অনুযায়ী আবেদন করতে পারেন।