অনেকেরই খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকে না। এমতাবস্থায় তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তারা কিছু রেখে ভুলে যান। রাস্তা মনে থাকে না। যার কারণে তাদের রুটিন অনেকটাই বিঘ্নিত হয়। এ নিয়ে তারা খুবই চিন্তিত থাকেন। এমতাবস্থায়, আমরা আপনাকে এখানে এমন কিছু টিপস বলতে যাচ্ছি, যা আপনার মনকে আগের থেকে আরও তীক্ষ্ণ করে তুলবে। তো চলুন জেনে নেওয়া যাক তীক্ষ্ণ ব্রেনের কৌশলগুলো
sharp mind tips, try these tips to sharp your memory and brain, know all details