ট্রেনের টিকিটের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। রেলস্টেশনে গিয়েও আর কাউন্টার থেকে টিকিট কাটার দরকার নেই। না লাগবে কোনও মেশিনের সাহায্য। যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন টিকিট। UTS-অ্যাপ থাকলেই হল। সঙ্গে ৩ শতাংশ বোনাস। এমনই এক নয়া নিয়ম চালু করল ভারতীয় রেল। স্টেশনের টিকিট কাউন্টারের কাছে লাগানো থাকবে কিউআর কোড। তা কীভাবে কাজ করবে ? জেনে নিন ভিডিওতে