scorecardresearch
 
Advertisement

PF: এবার সহজেই PF-এর টাকা তুলতে পারবেন ATM থেকেই, জানুন বিস্তারিত

PF: এবার সহজেই PF-এর টাকা তুলতে পারবেন ATM থেকেই, জানুন বিস্তারিত

পিএফ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এবার এটিএম থেকেই সরাসরি তোলা যাবে পিএফের টাকা। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই EPFO গ্রাহকেরা তাদের পিএফের টাকা এটিএম থেকে তুলতে পারেন। পিএফ পরিষেবা উন্নত করতে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। তবে কি ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে? জেনে নিন এটিএম থেকে টাকা তোলার নিয়ম।

TAGS:
Advertisement