scorecardresearch
 
ভাইরাল

ভিউ ছাড়াল ১ হাজার কোটি! Youtube এর সর্বকালীন রেকর্ড গড়ল এই VIDEO

ইউটিউবে রেকর্ড
  • 1/6

ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে একটা ভিডিও রেকর্ড এমন বানিয়েছে যা, তা ভাঙ্গা অন্য কোনও ভিডিওর পক্ষে শুধু কঠিনই তা নয়, প্রায় অসম্ভব।  ইউটিউবে একটা ভিডিও ১০ বিলিয়ন অর্থাৎ ১ হাজার কোটি বার দেখা হয়েছে। ১ হাজার কোটি বার দেখা ইউটিউবে এটি প্রথম ভিডিও।

ইউটিউবে রেকর্ড
  • 2/6

ইউটিউবে এখনো পর্যন্ত এতবার কোন ভিডিও দেখা হয়নি আপনাকে জানিয়ে দিয়েছে এই বেবি সার্ক ভিডিওটি কথা বলা হচ্ছে নভেম্বর 2000 কুড়িতে বেবির ইউটিউবে সবচেয়ে বেশিবার ভিডিও দেখা রেকর্ড বানিয়ে ফেলেছে।

এখানে ক্লিক দেখুন ভিডিওটি 

ইউটিউবে রেকর্ড
  • 3/6

এখনও এই ভিডিওর লোকপ্রিয়তা এতটাই বেশি আকাশ ছুঁয়েছে, এই খবর লেখা পর্যন্ত ভিডিওর ভিউ ১ হাজার ১৩কোটি ৪ লক্ষ ২৩ হাজার ২৪৮ টি।  হয়তো আপনি যখন পড়তে থাকবেন, তখন তার সংখ্যা বেড়ে যাবে। আরও এবং এই সংখ্যা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। শুধু তাই নয় ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন কোটি লাইক পড়েছে ভিডিওটিতে।

ইউটিউবে রেকর্ড
  • 4/6

বেবি সার্ক এর আগে ডেসপাসিটো ১.৭ মিলিয়ন ভিউজ ছিল। কিন্তু বেবি সার্ক এই পুরনো রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। এখন যদি বেবি সার্কের ভিডিওটিকে পেছনে ফেলে দিতে হয়, ডেসপাসিটোকে পপুলারিটিতে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে মনে করা হচ্ছে, যেহেতু বেবি সার্কের ভিউজ প্রতিদিনই বেড়ে চলেছে। তাই অন্য কোন ভিডিওর পক্ষে তা সরিয়ে ফেলা এই মুহূর্তে প্রায় অসম্ভব।

ইউটিউবে রেকর্ড
  • 5/6

পৃথিবীর সবচেয়ে বেশিবার ভিউজ হওয়ায় বেবি সার্কের পর ডেসপাসিটো ২ নম্বরে আছে। ডেসপাসিটো পর পিডি শেপ অফ ইউ এর নম্বর আছে। সবচেয়ে বেশি দেখা ভিডিও মধ্যে সি ইউ এগেইন উইজ খালিফা চার্লি পুট চার নম্বরে রয়েছে।

 

ইউটিউবে রেকর্ড
  • 6/6

আপনাকে জানিয়ে দেওয়া যাক ইউটিউবে ভারতীয় মিউজিক কোম্পানিটির সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার করা চ্যানেল। এখনও পর্যন্ত ২০৪ মিলিয়ন বা ২০ কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে।