scorecardresearch
 
Advertisement
ভাইরাল

লটারিতে ৩৬০০ কোটি পেলেন ব্যক্তি, টাকা পেতে মানতে হবে আজব শর্ত

প্রতীকী ছবি
  • 1/7

আমেরিকায় লটারিতে একজন ব্যক্তি প্রায় 3,600 কোটি টাকা জিতেছেন। আমেরিকান এই লটারির নাম 'পাওয়ারবল জ্যাকপট'। বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি লটারির টিকিট কিনেছিলেন। তবে এই লটারিতে একটি শর্তও রয়েছে। বিজয়ী যদি একযোগে জ্যাকপট প্রাইজমানি নিতে চান তবে তা কমিয়ে দেওয়া হবে। (সমস্ত ছবি প্রতীকী)
 

প্রতীকী ছবি
  • 2/7

যদি ওই ব্যক্তি আগামী ২৯ বছরে এবং ৩০ বারে ওই টাকা নিতে প্রস্তুত হন তাহলে তিনি ৩,৬০০ টাকা পেতে পারেন। আর একলপ্তে সেই অর্থ নিলে পাবেন ২,১৬৫ কোটি টাকা।
 

প্রতীকী ছবি
  • 3/7

পাওয়ারবলের টিকিটের দাম প্রায় ১৫০ টাকা। আমেরিকার ৪৫টি রাজ্যে এই টিকিট বিক্রি হয়। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী চাইলে নিজের নাম গোপন রাখতে পারেন।

আরও পড়ুনIndian Army-তে সেপাই পদে চাকরি খুঁজছেন? রইল বেতন তালিকা

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

অ্যারিজোনা লটারি তার বিবৃতিতে বলেছে, 'এই জ্যাকপট টিকিটটি গিলবার্টের কুইকট্রিপে বিক্রি হয়েছিল। 
 

প্রতীকী ছবি
  • 5/7

অ্যারিজোনা লটারির মুখপাত্র জন টার্নার গিলিল্যান্ড জানিয়েছেন যে, কখনও কখনও লোকেরা এই সমস্ত ক্ষেত্রে কয়েকদিন সময় নেন। যাতে তিনি আইনি ও আর্থিকভাবে প্রস্তুতি নিতে পারেন। 
 

প্রতীকী ছবি
  • 6/7

এই তথ্য পাওয়ারবল জ্যাকপট গত 28 এপ্রিল শেয়ার করেছে।

প্রতীকী ছবি
  • 7/7

জয়ী ব্যক্তির টিকিটের ৬টি নম্বরই মিলে গেছে। powerball.com এর মতে, চলতি বছর এই নিয়ে তৃতীয়বার পাওয়ারফুল জ্যাকপট জয়ের ঘটনা ঘটলো।

Advertisement