Single Mother: নিজের শরীরে আরও একজন বেড়ে উঠছে। এ কথা ভাবলেই মন ভাল হয়ে যেতে পারে। বলা হয়, মা হওয়ার অনুভূতি অনন্য। ভোপালের সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মাতৃত্ব একটু আলাদা বলা যেতে পারে। কারণ তিনি স্পার্ম ডোনেশনের মাধ্যমে মাতৃত্বের সুখ পেয়েছেন।
সেটা ২০০৮ সালের ঘটনা। তখন তাঁর বিয়ে হয়েছে। তবে তাঁর সঙ্গে স্বানীর বিচ্ছেন হয়ে যায়। এরপরই তিনি ঠিক করেন সিঙ্গল মা হবেন। সাম্প্রতিক অতীতে যেমন হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।
তা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। অনেকে তাঁর পক্ষে গিয়েছেন, অনেক তাঁকে আক্রমণ করেছেন। কিছুদিন আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার কলকাতায় এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।
এবার ফিরে আসি সংযুক্তার যাত্রায়। বিচ্ছেদের পর তিনি প্রথমে ঠিক করেন সন্তান দত্তক নেবেন। তবে পরে মত বদলে যায়। এবার তিনি ঠিক করেন মা হবেন স্পার্ম ডোনেশনের মাধ্যমে।
আর তিনি নজির তৈরি করেছেন। ৩৭ বছরের সংযুক্তা বন্দ্যোপাধ্যায় অনেককে সাহস জোগাবেন, সন্দেহ নেই। তাঁকে সাহায্য করেছেন তাঁর পরিবারেরর সদস্য, বন্ধুবান্ধব। যাঁরা মা হতে চান, কিন্তু সিঙ্গল মা হতে ভয় পান, তাঁদের প্রেরণা জোগাবেন তিনি।
তিনি জানান, ২০০৮ সালে ২০ এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। তবে কিছু কারণের জন্য ২০১৪ সালের তিনি স্বামীর থেকে আলাদা থাকেন। এবং ২০১৭ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
আর তারপর তিনি ঠিক করেন, নতুন করে জীবন শুরু করবেন। আর সিদ্ধান্ত নেন সন্তান দত্তক নেবেন। তবে সে কাজ করতে পারেননি। তিনি জানান, ৭-৮ বছর ধরে তিনি সন্তান দত্তক নেওয়ার চেষ্টা করেন। তবে বিভিন্ন কারণে তা সফল হয়নি। ভেবেছিলেন কন্যাসন্তান দত্তক নেবেন। তবে তা হয়নি। এরপর তিনি জানতে পারেন সিঙ্গল মা-ও হওয়া যেতে পারে। কোনও সঙ্গী না থাকলে ফার্টিলিটি প্রসেসের সাহায্য়ে মা হওয়া যায়। এরপর খোঁজ নেওয়া শুরু হয়।
আর তারপর খোঁজ মেলে দাতার। আর সিদ্ধান্ত নেন সিঙ্গল মা হবেন। তিনি জানান, আপনার পরিবার এবং বন্ধুবান্ধব পাশে থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া খুবই সহজে হয়ে যায়। আর তারপর শরীরে আর একজনকে বেড়ে তোলার আনন্দ পাওয়া যেতে পারে। আর তারপর সে ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে কোল-কাঁখে করে বেড়ে তোলার আনন্দের কোনও তুলনা থাকতে পারে না।