হ্যান্ডলারের ওপরেই আক্রমণ কুমিরের। উটার সল্টলেক সিটির ঘটনা। জানা গিয়েছে, সেখানে স্কেল্স এন্ড টেল্সে একটি শিশুর জন্মদিনের পার্টি চলছিল। সেই পার্টিতে অতিথিদের সামনেই কুমিরটি মহিলা হ্যান্ডলারের হাত মুখের মধ্যে ঢুকিয়ে নেন কুমিরটি। ঘটনাটি দেখে আঁতকে ওঠেন অতিথিরা। ভয়ে কেঁদে ফেলে একটি শিশু।
শিশুটিকে কাঁদতে দেখে হ্যান্ডলার বলেন, কুমিরটি তাঁকে ভালবাসে। তাঁর কিচ্ছু হবে না। এদিকে ঘটনাটি দেখা মাত্র ডনি ওয়াইসম্যান নামে এক অতিথি জলে ঝঁপিয়ে কুমিরটির পিঠে উঠে পড়েন। যার জেরে হ্যান্ডলারের হাত ছেড়ে দেয় কুমিরটি।
তবে হ্যান্ডলারকে হাতে একটা অস্ত্রোপচার করাতে হয়েছে। তিনি জানান, যতদিন সেটি তাঁদের পরচর্যায় রয়েছে ততদিন কারও কোনও ক্ষতি হবে না।
উটার স্থানীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই হ্যান্ডলার ৩ বছরেরও বেশি সময় ধরে কুমিরটির সঙ্গে কাজ করছেন। কুমিরটিকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। (প্রতীকী ছবি)
হ্যান্ডলার জানান, তিনি কুমিরটিকে ভালবাসেন এবং সেটি তাঁর পরিবারের সদস্যের মতোই থাকে। (প্রতীকী ছবি)
তিনি জানাচ্ছেন, কুমিরটি ভেবেছিল তাকে খাবার দেওয়া হচ্ছে, তাই সেটি ওইরকম করেছিল। কিন্তু তখন তাকে খাবার দেওয়া হচ্ছি না। (প্রতীকী ছবি)