scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 1/9

Venomous, Deadly Giant Spider: পৃথিবীতে ৫০,০০০ প্রজাতির মাকড়শা রয়েছে। তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে বিজ্ঞানীদের প্রায় ২৬৫ বছর লেগে গিয়েছে।

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 2/9

এই মাকড়শাগুলি প্রতি বছর প্রায় ৮০ টন (৮০ হাজার কেজি) পোকা খায় এবং প্রাকৃতিক ভারসাম্য তৈরি করে। কিন্তু এর মধ্যে অনেক মাকড়শা এমনও আছে, যেগুলি খুবই বিপজ্জনক, বিষাক্ত।

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 3/9

এই মাকড়শাগুলি কামড়ে একবার বিষ ঢেলে দিলে প্রাপ্তবয়স্ক মানুষেরও মৃত্যু নিশ্চিত! ৫০ হাজার প্রজাতির মধ্যে ৪৩ হাজার প্রজাতির মাকড়শাই বিষাক্ত।

Advertisement
Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 4/9

কিন্তু পৃথিবীতে ৫০,০০০ প্রজাতির মধ্যে মাত্র ২৫টি প্রজাতির মাকড়শাই মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী! 

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 5/9

বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত মাকড়শা বাস করে অস্ট্রেলিয়ায়। তবে সেখানে ১৯৮০ সাল থেকে মাকড়শার কামড়ে কোনও মানুষের মৃত্যু বা গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 6/9

ব্ল্যাক উইডো, কব ওয়েব স্পাইডার, অস্ট্রেলিয়ান রেডব্যাক স্পাইডার, ট্যারান্টুলা মাকড়শা তাদের আয়তনের চেয়ে বেশ কয়েকগুণ বড় সাপকেও শিকার করে খায়।

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 7/9

তবে কব ওয়েব স্পাইডার, ব্ল্যাক উইডো বা ট্যারান্টুলা মাকড়শার চেয়েও ভয়ঙ্কর শিকারী হল লার্জ অর্ব-ওয়েভার স্পাইডার।

Advertisement
Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 8/9

এই লার্জ অর্ব-ওয়েভার স্পাইডারের (স্ত্রী মাকড়শা) শরীর ইঞ্চি তিনেক লম্বা হয়। তবে এর লম্বা লম্বা পা মেলে ধরলে তা একজন লম্বা-চওড়া পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জার চেয়েও বড় হয়ে যায়!

Giant Orb-Weaver Spider: বিষাক্ত সাপ-বাদুড় ধরে খায় এই রাক্ষুসে মাকড়শা, এর কাছে ট্যারান্টুলাও ‘বাচ্চা’
  • 9/9

এই লার্জ অর্ব-ওয়েভার স্পাইডার প্রায়ই ছোট পাখি, বাদুড় ধরে খায়। একবার জালে আটকে পড়লে তাদের আকারের চেয়ে ১০০ গুণ বড়, বিষাক্ত সাপও এই মাকড়শার খাদ্যে পরিনত হয়!

Advertisement