
কথায় আছে, চেষ্টা করলে সব সম্ভব। তা বলে শাড়ি পরে ভল্ট! এমনটাই করে দেখালেন এক মহিলা। আর সেই ভিডিও ঝড়ের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশাল মিডিয়ার মাধ্যমেই জানা গিয়েছে, ওই মেয়েটির নাম মিশা। সে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিও পোস্ট করেছে।

এক ঝটকায় এই ভিডিও দেখে মনে হতেই পারে, এ আর কী এমন কঠিন কাজ। কিন্তু, আদৌ সহজ নয় এভাবে ভল্ট দেওয়া।

আর শাড়ি পরে ভল্ট দেওয়া তো আরও কঠিন। এই ভিডিও দেখে অনেক অ্যাথলিট বলছেন, এভাবে ভল্ট দেওয়ার জন্য দীর্ঘদিনের অনুশীলনের প্রয়োজন।

সোশাল মিডিয়া মারফৎ জানা গিয়েছে, মিশা একজন ফিটনেশ মডেল। তাঁর অ্যাকাউন্টে আরও এমন অনেক ভিডিও রয়েছে।

শুধু ভল্ট দেওয়ার ভিডিও নয়। ফিটনেশ সংক্রান্ত টিপস ও নিজের ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করেছেন ওই যুবতী।

সবথেকে অবাক করার মতো বিষয় হয়, এই মিশার ভিডিও দেখেছেন প্রায় ৩০ কোটি। সেজন্য ইউজারদের ধন্যবাদ জানিয়েছেন মিশা।