scorecardresearch
 
ভাইরাল

পোষা বিড়ালকে নিয়ে ঝগড়া, প্রেমিককে বাড়ি থেকে বের করে দিলেন প্রেমিকা

প্রতীকী ছবি
  • 1/8

পোষ্যপ্রেমের বহু কাহিনী শোনা যায়। অনেক সময় সেই সমস্ত কাহিনী রীতিমতো অবাক করে দেয়। এবার তেমনই এক কাহিনী ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, নিজের পোষা বিড়ালের জন্য প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তাঁকে বাড়ি থেকে বের করে দেন এক যুবতী। (সমস্ত ছবি প্রতীকী)
 

প্রতীকী ছবি
  • 2/8

সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘটনাটি জানিয়েছেন ওই যুবতী। তিনি জানিয়েছেন, বিড়ালটিকে ছাড়া তাঁর বাঁচা সম্ভব নয়। তাঁর কাহিনীটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কাহিনীটি জেনে কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ কেউ আবার ভিন্ন মতও প্রকাশ করেছেন। 

প্রতীকী ছবি
  • 3/8

যুবতী লিখেছেন,তাঁর কাছে একটি বিড়াল রয়েছে। সেটির নাম মিল্লি। ছোট থেকেই সেটি তাঁর কাছে রয়েছে। তিনি আরও জানাচ্ছেন, তাঁর বয়ফ্রেন্ডের মিল্লিকে পছন্দ নয়। বয়ফ্রেন্ডের কুকুর পছন্দ।

প্রতীকী ছবি
  • 4/8

যুবতী আরও জানাচ্ছেন, প্রথম সাক্ষাতেই তাঁর বয়ফ্রেন্ড জানিয়েছিলে যদি তাঁরা কখনও একসঙ্গে থাকেন তাহলে বিড়ালটিকে ছাড়তে হবে। যদিও সেই সময় বয়ফ্রেন্ডের কথায় ততটা গুরুত্ব দেননি তিনি। 

প্রতীকী ছবি
  • 5/8

ওই যুবতীর দাবি, তারপর থেকে তাঁর বয়ফ্রেন্ড কখনওই মিল্লিকে গুরুত্ব দেননি। একদিন মিল্লি সোফায় বসেছিল। সেই সময় তাঁর বয়ফ্রেন্ড মিল্লির ওপরে চিৎকার করে ওঠেন। যা দেখে তিনি অত্যন্ত রেগে যান এবং বয়ফ্রেন্ডের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। 

প্রতীকী ছবি
  • 6/8

এরপর বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে দেন যুবতী। আর তাঁর বয়ফ্রেন্ডও রেগে সেখান থেকে চলে যান। তারপর অনেকদিন তাঁদের মধ্যে কথা হয়নি। তবে মাথা ঠান্ডা হওয়ার পর তাঁরা পরস্পরের সঙ্গে দেখা করেন। 
 

প্রতীকী ছবি
  • 7/8

যুবতী জানাচ্ছেন, তাঁর বয়ফ্রেন্ড নিজের ভুল বুঝতে পারেন। একইসঙ্গে তাঁর ওই আচরণ করা উচিত হয়নি বলেও জানান। আসলে নিজের গার্লফ্রেন্ডের জীবনে একটি বিড়ালের এতটা গুরুত্ব নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। 
 

প্রতীকী ছবি
  • 8/8

সোশ্যাল মিডিয়ায় এই কাহিনী পড়ে ইউজাররা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। কেউ ওই যুবতীর পোষ্যপ্রেমের প্রশংসা করেছেন। কেউ আবার বয়ফ্রেন্ডকে ভরসা না করার পরামর্শও দিয়েছেন।