বেশ কয়েকতলা বাড়ি থেকে নীচের দিকে তাকাতে ভয় লাগে অনেকের। কিন্তু, যদি এমন হয়, ৩০০ ফুট উপরে আপনি বিছানা পেতে শুয়ে আছেন, তাহলে ?
আসলে এই দৃশ্য চিনের একটি পার্কের। সেখানে Wonsheng Ordovician Theme Park-এ এই বিছানার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকরা। আর ৩০০ ফুট উঁচুতে ঘুমোনোর অভিজ্ঞতা সঞ্চয় করছেন।
গল্প না সিনেমা নয়। বাস্তবে এমনটাই হচ্ছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই যুবতী একটি বিছানায় শুয়ে আছেন। আর সেই বিছানাটি মাটি থেকে প্রায় ৩০০ ফুট উঁচুতে।
তবে Wonsheng Ordovician Theme Park-এই পার্কে শুধু এই বিছানায় নয়। এর সঙ্গে রয়েছে রয়েছে মনোরঞ্জনের নানা মাধ্যম। এর মধ্যে অন্যতম হল গ্যাপ ব্রিজ। যদিও এই ব্রিজে চড়ার আগে বেল্ট পরিয়ে দেয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত এই পার্কে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পার্ক কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, কেউ শারীরিকভাবে দুর্বল বা কারও হার্টের সমস্যা থাকলে তাঁরা যেন পার্কে না আসেন।
৩০০ ফুট উপরে হাওয়ার গতি অনেক বেশি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখাও যাচ্ছে যে, হাওয়া বাড়লেই সেই বিছানা দুলছে।