scorecardresearch
 
 
ভাইরাল

ছানাদের বাঁচাতে সাপের সঙ্গে প্রাণপণ লড়াই মুরগির, তারপর...

বিষধর সাপ এগিয়ে আসছে
  • 1/7

বিষধর সাপ এগিয়ে আসছে বাচ্চাদের দিকে। কিন্তু কোনওভাবেই জায়গা ছাড়বে না মুরগি। সাপ আর মুরগির এই লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের
  • 2/7

ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে। একটি সাপ ক্রমশ মুরগিটির বাচ্চাগুলোর দিকে এগিয়ে আসছে। তারপরেই মুরগিটি ঝাঁপিয়ে পড়ল সাপটির উপরে। 

দেখা যায় পা নিয়ে
  • 3/7

দেখা যায় পা নিয়ে মুরগিটি ক্রমশ থাবা দিতে থাকে সাপটিকে।  পাল্টা সাপটিও এগিয়ে যেতে থাকে।

 

কিন্তু কোনওভাবেই সাপটিতে
  • 4/7

কিন্তু কোনওভাবেই সাপটিতে এগিয়ে যেতে দেয়নি মুরগিটি। পা আর ডানা দিয়ে সাপটিকে আটকানোর সব চেষ্টা করে।

ভিডিওর একসময়ে
  • 5/7

ভিডিওর একসময়ে দেখা যায় সাপটি আক্রমণ করে বসে মুরগিটিকে। কিন্তু কোনওরকমে সাপের ছোবল থেকে রক্ষা পায় মুরগিটি।
 

৩৩ সেকেন্ডের এই ভিডিও
  • 6/7

৩৩ সেকেন্ডের এই ভিডিও দেখেই হতবাক নেটিজেনরা। ভিডিওটিতে সাপটিতে নিজের বাচ্চাদের কাছে কোনওভাবেই এগোতে দেয়নি মুরগিটি।

এই ভিডিও এখন
  • 7/7

এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভিডিওটি কোথাকার কিংবা এর পরে কী হয়েছিল তা এখনও জানা যায়নি।