Advertisement
ভাইরাল

Dog Tips: রাস্তায় হঠাৎ কুকুর তেড়ে এলে কী করবেন? জেনে রাখুন

প্রত্যেকেরই জানা উচিত
  • 1/10

প্রত্যেকেরই জানা উচিত কীভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হয়, ভয় না পেয়ে।

চেঁচাবেন না,
  • 2/10

চেঁচাবেন না, দৌড়বেন না। ওরা ভয় পেলে বা উত্তেজিত হলেই বেশি আক্রমণাত্মক হয়।

শরীরটা শক্ত ক
  • 3/10

শরীরটা শক্ত করে রাখুন, চোখে চোখ রাখবেন না। এভাবে ওরা বুঝবে আপনি হুমকি নন।

Advertisement
কুকুরদের সঙ্গে খারাপ
  • 4/10

স্ট্রে কুকুরদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারা ভয় পেয়ে প্রতিক্রিয়া দেখাতে পারে।

 'যা', 'ভাল'
  • 5/10

'যা', 'ভাল' ইত্যাদি শান্ত গলায় বললে অনেক সময় কুকুর পিছিয়ে যায়।

 বিস্কুট বা ব্রেড
  • 6/10

একটু বিস্কুট বা ব্রেড দিলে ওরা শান্ত হয়ে যায়। খিদে থেকে অনেক সময় আগ্রাসন হয়।

 পিঠ দেখিয়ে
  • 7/10

পিঠ দেখিয়ে দৌড়োবেন না। ধীরে ধীরে সরে গেলে কুকুরও থেমে যাবে।

Advertisement
নিয়মিত ওদে
  • 8/10

আপনি যদি নিয়মিত ওদের খাওয়ান বা সদয় ব্যবহার করেন, ওরাও আপনাকে চেনে ও বিশ্বাস করে।

সঙ্গে সঙ্গে
  • 9/10

সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে, স্থানীয় হাসপাতালে গিয়ে Anti-Rabies টিকা নিন। দেরি নয়।

সঙ্গে ইঞ্জেকশন নিন
  • 10/10

কামড়ালে কী করবেন? অবশ্যই সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন নিন।

Advertisement