scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Indonesia Gold Island : ইন্দোনেশিয়ায় মিলল 'সোনার দ্বীপ', নদী থেকে বেরোচ্ছে সোনা

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk one
  • 1/9

Indonesia Gold Island: ইন্দোনেশিয়ায় মিলেছে 'সোনার দ্বীপ'। যেখান থেকে মানুষ সোনার আংটি, বৌদ্ধ মূর্তি আর চীনের দামি সেরামিক জিনিস পাচ্ছেন। এটি বেশ কয়েক বছর ধরে গায়েব ছিল। নদীর তলা থেকে সোনার জিনিসপত্র আর দামী জিনিস পাওয়া যাচ্ছে। এই এলাকার ব্যাপারে উপকথায় বলা রয়েছে, সেখানকার সাপ মানুষ গিলে খায়।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk two
  • 2/9

ইন্দোনেশিয়ার একদল মৎস্যজীবী সেই দারুণ জিনিস পেয়েছেন। আর তরপর থেকে তা নিয়ে হইহই শুরু হয়ে গিয়েছে। তাঁরা সুমাত্রা দ্বীপের কাছ মহামূল্যবান খাজানা পেয়েছেন। সবার মাথা ঘুরে গিয়েছে।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk three
  • 3/9

কী কী রয়েছে
জানা গিয়েছে, সেখানে রয়েছে সোনার আংটি, কয়েন, মূর্তি, বৌদ্ধ ভিক্ষুদের কাঁসার ঘটি। তাঁরা সেগুলি পেয়েছেন মুসি নদী থেকে। ওই নদীতে রয়েছে অজস্র কুমির। যা অত্যন্ত হিংস্র। সেখান থেকেই মিলেছে বহু বছরের পুরনো ওই জিনিসপত্র।

Advertisement
Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk four
  • 4/9

কয়েক বছরের প্রচেষ্টা
ডেইলি মেল জানাচ্ছে, গত কয়েক বছর ধরে মৎস্যজীবীরা তা উদ্ধারের চেষ্টা করছিলেন। অবশেষে তাঁরা সাফল্য পেয়েছেন। ৫ বছর ধরে পালেমবাংয়ের কাছে মুসি নদীতে যেন অভিযান চালাচ্ছিলন তাঁরা। তবে আপাতত সবার নজর সেদিকে।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk five
  • 5/9

প্রচুর দাম
এরপর তাঁরা নদী থেকে উদ্ধার করে সেই সব জিনিস। এর মধ্যে রত্ন, আংটি, কয়েন এবং আরও কিছু জিনিস রয়েছে। এর মধ্যে অষ্টম শতকের একটি গয়নার মতো জানানো গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে। তার দাম কয়েক লক্ষ পাউন্ড বলে মনে করা হচ্ছে।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk six
  • 6/9

সেগুলো কবেকার 
ওই রিপোর্ট অনুসারে, ওইসব জিনিস মানে রত্ন, মূর্তি আদি শ্রীবিজয় সভ্যতার। শ্রীবিজয় রাজবংশ সপ্তম থেতে ত্রয়োদশ শতাব্দীর মাঝে এক শক্তিশালী সাম্রাজ্য ছিল। সেই সভ্যতা এক রহস্যময় ভাবে উধাও হয়ে গিয়েছে।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk seven
  • 7/9

পালেমবাংকে এই রাজবংশের স্বর্ণ দ্বীপ বলা হত। আপাতত কয়েকজন মৎস্যজীবী ফের তা খবর এনে দিলেন। সেখান থেকে উদ্ধার হচ্ছে দামি জিনিস।

Advertisement
Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk eight
  • 8/9

বিশেষজ্ঞরা জানাচ্ছেন
এ ব্য়াাপরে ব্রিটিশ পুরাতত্ত্ববিদ সিন কিংসগলে ডেইলি মেলকে জানান, এর আগে গবেষকেরা শ্রীবিজয় সাম্রাজ্যের সম্পদ খুঁজে পাওয়ার জন্য থাইল্যান্ড এবং ভারতে খোঁজখবর করেছিলেন। তবে তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

Indonesean Gold Island found huge treasure near Sumatra related to Srivijaya Empire abk nine
  • 9/9

তিনি আরও জানিয়েছিলেন, আর শেষ পর্যন্ত সোনার খাজানা বলে পরিচিত শ্রীবিজয় সাম্রাজ্যের দ্বীপের হদিশ মিলল। জানা গিয়েছে, সুমাত্রায় গায়েব হয়ে যাওয়া দ্বীপের খোঁজ পাওয়া গিয়েছে। প্রাচীন কালে সুমাত্রা বলা হত সোনার দ্বীপ। সেখানে প্রচুর সোনা জমা করা হয়েছিল বলে মত বিশেষজ্ঞদের। দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম প্রবেশদ্বার ছিল সেটি। এখন তা নিয়ে হইচই শুরু হয়েছে।

Advertisement