নিজের রূপে প্রহরীকে প্রলুব্ধ করে জেলবন্দি মাকে সেখান থেকে বের করে আনার অভিযোগ ইনস্টাগ্রাম মডেলের বিরুদ্ধে। দ্য সানের তথ্য অনুযায়ী , ওই মডেল প্রথমে নিজের রূপের জাদুতে প্রহরীকে আকৃষ্ট করেন। তারপর দড়ি ও বাইকের সাহায্যে মাকে সেখান থেকে বের করে আনেন। (সমস্ত ছবি সূত্র - Aida Victoria_insta-3)
কলম্বিয়ান বংশোদ্ভূত মডেল ভিক্টোরিয়া মেরলানো তাঁর মাকে জেল থেকে বের করার বিপজ্জনক পরিকল্পনায় সফল হতে নিজের রূপকে ব্যবহার করেন।
দ্য সান জানাচ্ছে, মডেলের মা কারাগারের তৃতীয় তলার জানালা দিয়ে বেড়িয়ে দড়ির সাহায্যে নিচে নামেন এবং তারপর পালিয়ে যান। মডেলের মা আইদা মেরলানো রেবোলেডো একজন প্রাক্তন রাজনীতিবিদ।
ঘটনাটি ২০১৯ সালের। আইদা মেরলানো রেবোলেডো সেইসময় একজন সেনেটর ছিলেন। কিন্তু বেআইনি অস্ত্র, ভোটারদের সঙ্গে প্রতারণা ও দুর্নীতির অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
ভোটে জয়ের ৬ মাসের মধ্যেই রেবোলেডোর ১৫ বছরের সাজা হয়। তবে মাত্র ২ সপ্তাহের মধ্যেই তিনি জেল থেকে বেড়িয়ে আসেন। রেবোলেডোর মেয়ের বিরুদ্ধে তাঁকে জেল থেকে বের করার ছক কষা এবং সেটিকে বাস্তবায়িত করার অভিযোগ ওঠে।
যদিও তারপরেও জামিনে বাইরে ছিলেন ওই ইনস্টাগ্রাম মডেল। এমনকী নিজের ২৫ লক্ষ ফলোয়ারের জন্য নিয়মিত ছবিও আপলোড করতে থাকেন তিনি। মূলত, যখন তাঁর মায়ের জন্য একজন দন্ত চিকিৎসককে নিয়োগ করা হয়, সেই সময়ই এই সুযোগ পেয়েছিলেন ওই মডেল।
ওই মডেলের সঙ্গে জেলের প্রহরী ও চালক দন্ত চিকিৎসকের কার্যালয়ে থাকলেও একমাত্র তিনিই জেলের মধ্যে প্রবেশ করেন। শুনানিতে জানা যায়, সেই সময় জেলের পরীক্ষাগারে রেবোলেডো একাই ছিলেন। আর তখনই তাঁকে পালাতে সাহায্য করা হয়।