এই ফুল থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হয়। দূর থেকেও এর দুর্গন্ধে টেকা দায়! তবুও হাজার হাজার মানুষ মোটা টাকা খরচ করে টিকিট কেটে এই ফুল দেখতে ভিড় জমান।
দশ বছর পর পর এই ফুল ফোটে মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের জন্যই। বিরল প্রজাতির এই ফুল দেখতে তাই ক্যালিফোর্নিয়ার পার্কে ভিড় করেন হাজার হাজার পর্যটক।
ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বটানিক গার্ডেনে রয়েছে এই বিরল প্রজাতির এই ফুল গাছটি। এটির নাম ‘কর্পস ফ্লাওয়ার’(Corpse Flower)।
এর বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’ (Amorphophallus titanum)। সংক্ষেপে একে টাইটান এরাম (Titan Arum)-ও বলা হয়।
বিশ্বের বিপন্ন প্রজাতির গাছের তালিকাতে নথিভুক্ত হয়েছে এই গাছের নাম। কারণ, সারা বিশ্বে এই গাছ আর মাত্র হাজারখানেকই টিকে রয়েছে।