Advertisement
ভাইরাল

রাস্তায় যুবকের নগ্ন দৌড়, মুখে শুধু পান্ডার মাস্ক

  • 1/5

আমেরিকার ওহিওর হাইওয়েতে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তি সেলফি স্টিক হাতে দৌড়তে দেখে হতবাক রাস্তার মানুষজন। ঘটনাটি ঘটে ১৫ ডিসেম্বর। তবে এখন ভাইরাল হয়েছে এই ভিডিও। কেন এমন কাণ্ড তা এখনও পরিষ্কার নয়। (ছবি-প্রতীকী / গেট্টি)
 

  • 2/5

ঘটনাটি ঘটে ১৫ ডিসেম্বর। ওহিওর কলম্বাসের এইট লেন হাইওয়ে আই ৬৭০-এ এই যুবককে দেখা যায়। নিজের মুখ ঢাকার জন্য পান্ডা মাস্ক পড়েছিলেন ওই যুবক। (ছবি-প্রতীকী / গেট্টি)
 

  • 3/5

এই ভাবে জামা-কাপড়হীন ওই ব্যক্তিকে দেখে বিরক্তি প্রকাশ করেছিলেন অনেকেই। হাইওয়েতে এমন অচেনা ব্যক্তির স্টান্ট ওহিওর পরিবহণ দফতরের সমস্যা বাড়িয়ে তোলে। স্কেটিং জুতো ছিল ওই ব্যক্তির পায়ে। তাই সুরক্ষ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেখানকার মানুষ। (ছবি-প্রতীকী / গেট্টি)
 

Advertisement
  • 4/5

এমন ঘটনা এর আগেও সামনে এসেছে। চলতি বছর অগাস্টে, একজন নগ্ন ব্যক্তি ইউরোপে ট্র্যাফিকের মাঝখানে ব্যস্ত রাস্তায় হাঁটছিলেন। কেউ সেভাবে পাত্তা না দেওয়ায়, ওই ব্যক্তি একটি গাড়ীর সামনে চলে আসেন। (ছবি-প্রতিকী / গেট্টি)
 

  • 5/5

গাড়ির ড্রাইভার নেমে ওই ব্যক্তিকে সরে যেতে বললে, সে কোনও কথায় কান দেয় না। রেগে গিয়ে গাড়ি থেকে নেমে, গাড়ির চালক ওই ব্যক্তিকে ঘুষি চালান। তখন সে সেখানে পড়ে যায়। (ছবি-প্রতিকী / গেট্টি)

Advertisement