scorecardresearch
 
ভাইরাল

Porn Star-এর চেয়েও যৌন আবেদনময়ী, গোটা বিশ্বের ঘুম কেড়েছেন এই গলফার

আগুন গলফার Paige Spiranac
  • 1/10

আমেরিকার পেশাদার গলফার Paige Spiranac কে দেখেছেন ? তিনি পেশাদার গলফার হলেও তাঁর গলফ স্টিকের চেয়ে বেশি চর্চায় থাকেন তাঁর রগরগে পোশাক ও দুর্দান্ত ফিগার এবং যৌন আবেদনের জন্য।

আগুন গলফার Paige Spiranac
  • 2/10

তাঁর যে সমস্ত ছবিগুলি তিনি সোস্যাল মিডিয়ায় পোস্ট হয়, ফ্যান বলুন কিংবা নেটিজেনরা লক্ষ লক্ষ ভিউ দিয়ে তাঁকে স্বাগত জানান।

আগুন গলফার Paige Spiranac
  • 3/10

তাঁর গলফের পোশাক হোক, কিংবা ফ্যাশন অ্যাটায়ার, পাইগে সব সময় লাইমলাইটে। অনেক অভিনেত্রী কিংবা মডেল তাঁক রূপ সৌন্দর্য এবং লাস্যকে হিংসে করেন।

আগুন গলফার Paige Spiranac
  • 4/10

কেউ কেউ তো তাঁকে তাঁর যৌন আবেদনের জন্য পর্নস্টার বলে মনে করেছেন। তাই সার্চ ইঞ্জিনে পর্নস্টার দিয়ে তাঁর নামও সার্চ করেছেন অনেকে। 

আগুন গলফার Paige Spiranac
  • 5/10

সব মিলিয়ে তিনি গলফ খেলা ছেড়ে দিলেও তাঁর সৌন্দর্য ও বিভঙ্গের কারণে বিকল্প পেশার অভাব হবে না। এ্মনটাই মনে করেন তাঁর ফ্যান-রা। তাঁর প্রতিটি নতুন ছবির জন্য মুখিয়ে থাকেন তাঁরা।

 

আগুন গলফার Paige Spiranac
  • 6/10

হ্যালোউইন-এ  পাইগে স্পিরানাক ফিকশন ক্যারেক্টর হার্লে কুইন এর লুকে নিজেকে প্রেজেন্ট করেন সোস্যাল মিডিয়ায়। একই সাথে ইনস্টাগ্রামে ফটো পোস্ট করা হয়েছে। যা নিয়ে তাঁর সমালোচনা করেন কিছু ফ্যান।

আগুন গলফার Paige Spiranac
  • 7/10

ইগনোর না করে, পাইগে অবশ্য কড়া জবাব দিয়েছেন ওই সমস্ত সমালোচকদের। ট্রোলার-রা লিখেছেন, এগুলি অত্যন্ত ডেসপারেট। পাইগে লেখেন, আমি শুরু থেকেই ডেসপারেট।

আগুন গলফার Paige Spiranac
  • 8/10

পাইগে সোস্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ৩.২ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। অন্যদিকে পাইগের টুইটারে ৫ লক্ষ ফলোয়ার রয়েছে।

আগুন গলফার Paige Spiranac
  • 9/10

পাইগে সম্প্রতি গলফে হোল করে শিরোনামে আসেন। তিনি কলেজ থেকেই গলফ খেলতেন। পরে পেশাদার গলফ সার্কিটে আসেন। তবে খেলার চেয়ে তাঁকে নিয়েই চর্চা বেশি হয়।

 

আগুন গলফার Paige Spiranac
  • 10/10