scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS : এই মাছ ধরেই খুলে গেল ভাগ্য! লাখ লাখ টাকা পেল জেলে

একটি মাছই ভাগ্য খুলে
  • 1/7

একটি মাছই ভাগ্য খুলে গেল মৎস্যজীবীর। বিরল প্রজাতির মাছ বিক্রি করে গরীব জেলে আজ লাখপতি। পাকিস্তানের বেলুচিস্তানের এই ঘটনায় এখন সব জায়গায় ভাইরাল। (সমস্ত ছবি প্রতীকী-গেটিইমেজেস)

পাকিস্তানি সংবাদমাধ্যম
  • 2/7

পাকিস্তানি সংবাদমাধ্যম 'ডন' এর প্রতিবেদন অনুসারে, এই মাছটিকে যে নৌকা থেকে ধরা হয়েছিল তার মালিকের নাম সাজিদ হাজী আববকর। মাছ ধরার সময় নৌকা চালাচ্ছিল জেলে ওয়াহিদ বালুচ।

মাছটিকে পাকিস্তানি
  • 3/7

মাছটিকে পাকিস্তানি মুদ্রায় ৭২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ভারতীয় মূল্যে প্রায় ৩৩ লাখ টাকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে এতো দামে মাছ আগে বিক্রি হয়নি। 

Advertisement
হাজী আববকর
  • 4/7

হাজী আববকর জানান, নিলামে একসময়ে মাছটির দাম ৮৬.৪ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু আমাদের ঐতিহ্য অনুসারে নির্দিষ্ট ছাড় দিই আমরা। ফলে মাছটির দাম হয় ৭২ লাখ টাকা।

পাকিস্তানি মুদ্রায় ৭.৮০ লাখ টাকা
  • 5/7

তবে যে জেলে মাছ ধরেছে সে পেয়েছে পাকিস্তানি মুদ্রায় ৭.৮০ লাখ টাকা। 

ক্রোকার মাছের চাহিদা
  • 6/7

সাধারণত এই ক্রোকার মাছের চাহিদা ইউরোপ ও চিনে রয়েছে। এই মাছগুলি খুবই ব্য়ায়বহুল। এই মাছের শরীরের অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

দিঘাতেও একটি বিরল
  • 7/7

গত বছর দিঘাতেও একটি বিরল মাছ ধরা পড়েছিল। সেই মাছটির সর্বোচ্চ দাম ২০ লাখ টাকা হয়েছিল। মাছটির দাম প্রতি কেজিতে ছিল ২১০০ টাকা। 

Advertisement