scorecardresearch
 
Advertisement
ভাইরাল

ঘাড়ে "মিষ্টি কিনতে যাচ্ছি" লিখে লকডাউনে রাস্তায় যুবক! মুহূর্তে Viral Video

Trending news of Partial lockdown west bengal
  • 1/6

প্রায় গোটা বিশ্ব জানে বাঙালিদের মিষ্টির প্রতি ভালোবাসা কতটা খাঁটি। যে কোনও উৎসব তো বটেই, অনেক বাঙালি বাড়িতে প্রায় রোজই পাতে মিষ্টি থাকা একেবারে মাস্ট। 

Trending news of Partial lockdown west bengal
  • 2/6

করোনা (Corona) সংক্রমণ বেড়ে যাওয়ায় আংশিক লকডাউনের পরিধি আরও বাড়িয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে আরও কড়া বিধিনিষেধ। ১৫ দিনের জন্য তা বলবৎ থাকবে। 
 

Trending news of Partial lockdown west bengal
  • 3/6

নয়া নিয়ম অনুযায়ী মিষ্টির দোকান খুলে রাখার সময়সীমা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে গেছে নানা মিম বা জোকসে। 

Advertisement
Trending news of Partial lockdown west bengal
  • 4/6

এরই মধ্যে এক যুবকের একটি ভিডিয়ো ঘুরছে নেটপাড়ায়। মিষ্টি কিনতে যাওয়ার এক নতুন কৌশল বের করেছেন তিনি। আর সেটিই এই মুহূর্তে ভাইরাল। 
 

Trending news of Partial lockdown west bengal
  • 5/6

চন্দননগরের এই ঘটনাটি দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন। একজন পুলিশকর্মী সেই ব্যক্তিকে দাঁড়াতে বলেন। দাঁড়িয়ে মাস্ক পরা সেই যুবক তাঁর ঘাড়ের কাছ থেকে একটি কাগজ বের করে পুলিশকে দেখান। যেখানে বাংলায় লেখা আছে, "মিষ্টি মিন্তে যাচ্ছি"। মিষ্টির দোকান খোলা, তাই তাঁকে যাতে কেউ না আটকায়, সেজন্যেই তিনি হয়তো এভাবে লিখেছেন। 

Trending news of Partial lockdown west bengal
  • 6/6

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়োটি। কেউ লিখেছেন "এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় সম্ভব"। তো কেউ আবার লিখেছেন, "মিষ্টি, বাঙালিদের অত্যাবশ্যকীয় পণ্য।"
   

Advertisement