Advertisement
ভাইরাল

তাপমাত্রা -৪৫ ডিগ্রি , শূন্যে ভাসছে নুডলস্‌, ফাটা ডিম! মুহূর্তেই ভাইরাল Photos

  • 1/7

এ যেন মিকি–ডোনাল্ড শোয়ের মতো কোনও কার্টুন ছবির দৃশ্য। ঠিক যেমন ওই সব ছবিতে আমরা দেখি খাবার শূন্যে ভাসছে, কড়াইয়ের উপর স্থির দাঁড়িয়ে আছে অর্ধেক রান্না করা সব্‌জি। অবিকল সেই দৃশ্য। তবে এটা কোনও কার্টুন ছবি নয়। সাইবেরিয়ার সত্যিকারের ছবি। 
 

  • 2/7

 প্রবল শীতে কাঁপছে সারা উত্তর গোলার্ধ। আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কনকনে ঠান্ডা তো বিশ্ববিদিত। সেই সাইবেরিয়ার নোবোডিবিস্ক শহরের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে এখন তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

  • 3/7

ছবিটিতে দেখা যাচ্ছে বাটির উপর শূন্যে ভাসছে কাঁটাচামচে জড়ানো নুডলস্‌। আর তাওয়ার উপর শূন্যে ভাসছে অর্ধেকটা ফাটা একটি ডিম। তাওয়া আর ডিমের মাঝে, ডিমের হলুদ অংশ জমে গিয়ে ডিমটিকে খাড়া দাঁড় করিয়ে দিয়েছে তাওয়ার উপর। আর বাটি থেকে অর্ধেকটা তুলতে গিয়েই নুডলস্‌ জমে যাওয়ার ফলে কাঁটাচামচে জড়ানো নুডলস্‌ শূন্যে ভাসছে। 
 

Advertisement
  • 4/7


ছবিটি তুলেছেন, সেখানকার বাসিন্দা ওলেগ। ছবিটি তিনি ইন্টারনেটে আপলোড করতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই তাতে ২৫.‌৬০০০ লাইক পড়েছে এবং ৮০০০ বার রিট্যুইট হয়েছে। 

  • 5/7

গত কয়েকদিন হল প্রচণ্ড ঠান্ডা পড়েছে নোবোডিবিস্ক শহরে। মানুষ ঠান্ডার জেরে বাড়ি থেকে প্রায় বেরোচ্ছে না ৷ তবে এই শহরে গোটা বছরই ঠান্ডা থাকে ৷ 

  • 6/7


রাশিয়ার সাইবেরিয়ার কনকনে ঠান্ডা সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই ধারণা আছে। অক্টোবরের শেষ থেকেই ঠান্ডায় কাঁপতে থাকেন এখানকার মানুষ। আর ডিসেম্বর জানুয়ারি এলেই পুরো বরফে ঢেকে যায় চতুর্দিক। 
 

  • 7/7

দেশের বিভিন্ন জায়গায় হাড় কাঁপানো ঠাণ্ডা পড়েছে। ঠাণ্ডায় জমে যাওয়ার অবস্থা। গত কয়েকদিন ধরে উত্তর ও মধ্য ভারতে বেশ ভালোই ঠাণ্ডা পড়েছে। তবে সাইবেরিয়ার ঠান্ডার কাছে এযেন নস্যি মনে হবে।   

Advertisement