scorecardresearch
 
Advertisement
ভাইরাল

লোভে পড়ে গোটা বাছুর গিলে খেল অজগর, পেটে গিয়ে যা হল...

প্রতীকী ছবি
  • 1/7

শিকারকে সাধারণত গিলে খায় অজগর। তবে কোনও কোনও সময় তা আবার পালটা অজগরের জন্যও বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তেমনই একটা ঘটনা এবার সামনে এল। যেখানে একটি বাছুরকে গিলে খায় অজগরটি। কিন্তু সেটাই হয়ে গেল অজগরটির জীবনের শেষ শিকার। (সমস্ত ছবি সূত্র-গেট্টি)
 

প্রতীকী ছবি
  • 2/7

দ্য মিরর-এর একটি রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের (Thailand) ফিটসানুলোক প্রদেশে। শিকারের সন্ধান ঘুরতে ঘুরতে বছর দুয়েকের একটি বাছুরের ওপর নজর পড়ে অজগরটির। বাছুরটি কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় অজগর। 

প্রতীকী ছবি
  • 3/7

বাছুরটিকে গিলে ফেলে অজগরটি (Python)। কিন্তু বাছুরটির আকার কিছুটা বড় হওয়ায় সেটিকে গিলে ফেলার পর অজগরটি আর নড়াচড়া করতে পারছিল না।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এদিকে বাছুরটির মালিক সেটিকে খুঁজতে এসে দেখেন মাটিতে পড়ে রয়েছে একটি অজগর। সেটির পেট ফেটে গিয়েছে এবং তারমধ্য়ে রয়েছে বাছুরটি। যার জেরে গোটা ঘটনাটাই বুঝতে পারেন তিনি। 

প্রতীকী ছবি
  • 5/7

এই প্রসঙ্গে গ্রামের এক আধিকারিক জানান, পেটের মধ্যে গিয়ে বাছুরটি ফুলে যাওয়ায় অজগরের পেট ফেটে যায়। যার জেরে মৃত্যু হয় সেটিরও। অর্থাৎ বাছুরটিকে হজম করতে পারেনি অজগরটি। 
 

প্রতীকী ছবি
  • 6/7

রিপোর্টে জানা যাচ্ছে, অজগরটির বয়স ছিল ৮ বছর। সেটি ১৫ ফুটেরও বেশি লম্বা ছিল। মূলত সেটি ছিল একটি বার্মিজ অজগর। 
 

প্রতীকী ছবি
  • 7/7

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে অজগরের ফাটা পেটে ও তার মধ্যে বাছুরটিকে দেখা যাচ্ছে। 
 

Advertisement