scorecardresearch
 
 
ভাইরাল

জ্যান্ত হরিণ গিলছে অজগর! হাড় হিম লাইভ PHOTOS

হরিণকে গিলে খেল অজগর
  • 1/8

গোটা হরিণকে গিলে খেল অজগর। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারান জেলার। ইতিমধ্যেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে হরিণদিকে ধীরে ধীরে গিলে ফেলল অজগরটি। 
 

হরিণকে গিলে খেল অজগর
  • 2/8

রাজস্থানের বারান জেলার কিষাণগঞ্জ জঙ্গলের ভিডিও এটি। সেখানেই হরিণটিকে শিকার করে অজগরটি। 

হরিণকে গিলে খেল অজগর
  • 3/8

বনকর্মীদের সামনেই গোটা হরিণটিকে গিলে ফেলে অজগর। 

হরিণকে গিলে খেল অজগর
  • 4/8

বনবিভাগের কর্মী পুরুষোত্তম শর্মা ডিউটি করার সময় ঘটনাটি দেখেন এবং নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করেন। 

হরিণকে গিলে খেল অজগর
  • 5/8

তিনিই ঘটনাটি বনবিভাগের আধিকারিকদের জানান। 

হরিণকে গিলে খেল অজগর
  • 6/8

খবর পেয়ে যতক্ষণে বনকর্তারা ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে হরিণটিকে পুরোটাই গিলে ফেলেছে অজগর। 

হরিণকে গিলে খেল অজগর
  • 7/8

এই জঙ্গলে অজগর, ভাল্লুক, হরিণের মতো প্রাণীরা থাকে। প্রায়শই হরিণকে গিলে খায় অজগর। তবে এই প্রথমবার তা ক্যামেরা বন্দি হল। 
 

হরিণকে গিলে খেল অজগর
  • 8/8

হরিণটিকে গিলে খাওয়ার পর সেখান থেকে চলে যায় অজগরটি।