scorecardresearch
 
Advertisement
ভাইরাল

৫০ বছর ধরে নাকের ভেতরেই আস্তানা! অপারেশনের পর অবাক চিকিৎসকরাও

Coin
  • 1/7

অবাক হলেও সত্যি। রাশিয়ায় এক ব্যক্তির নাক থেকে ৫৩ বছর পর আটকে থাকা পয়সা বের করে আনলেন চিকিৎসকরা। (ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)

Coin
  • 2/7

ওই ব্যক্তির বয়স এখন ৫৯। জানা যায়, অসাবধানতাবশত মাত্র ৬ বছর বয়সে তাঁর নাকের ডান ছিদ্রে ওই কয়েনটি ঢুকে গিয়েছিল।(ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)

Coin
  • 3/7

কিন্তু মায়ের বকুনির ভয়ে তখন কাউকে ব্যাপারটি জানানি ওই ব্যক্তি। পরে নিজেও ভুলে গিয়েছিলেন নাকে পয়সা আটকে থাকার ঘটনাটি।(ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)

Advertisement
Coin
  • 4/7

তবে এভাবে নাকে পয়সা আটকে থাকায় গত ৫০ বছরে শ্বাস-প্রশ্বাসে বড় ধরণের ভোগান্তি হয়েছিল তাঁর। কিন্তু সমস্যার আসল কারণ অধরাই থেকে গিয়েছিল।(ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)
 

Coin
  • 5/7

সম্প্রতি নাকের এক্সরে করার পর দেখা যায় তাতে কয়েনের মতো কিছু একটা ভেতরে আটকে রয়েছে। (ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)

Coin
  • 6/7

পরে চিকিৎসকরা অপারেশন করে বের করে আনেন তৎকালীম সোভিয়েত পাশিয়ার এক পেনি এই মুদ্রাটি। (ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)
 

Coin
  • 7/7

নাক থেকে মুদ্রা বের করে নেওয়ার পর ওই ব্যক্তি এখন সুস্থভাবে শ্বাস নিতে পারছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। (ছবি: মস্কো স্বাস্থ্য বিভাগ)

Advertisement