সম্প্রতি কয়েকটি ছবি নিয়ে নেট দুনিয়ায় ঝড় উঠেছে। যেখানে দেখা যাচ্ছে নদীর কালো জলের মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এক কিশোরী মুখ।
এই দৃশ্য অস্থির করে তুলেছে স্পেনের বিলবাও শহরের বাসিন্দাদের। নার্ভিন নদীতে সেই কিশোরীর প্রাণবন্ত চেহারা ধীরে ধীরে ডুবে যেতে দেখে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
না সত্যি কোনও তরুণী নদীর জলে এভাবে ডুবে যাচ্ছে না। এটি আসলে একটি মূর্তি। যা তৈরি করেছেন মেক্সিকান হাইপাররিয়ালিস্ট শিল্পী রুবেন ওরোজকো। বিবিকে ফাউন্ডেশনের 'বিহার' (আগামীর প্রতিচ্ছবি) ক্যাম্পেইনের জন্য এটি তৈরি করা হয়েছে।
স্প্যানিশ নিউজ ওয়েবসাইট নিয়াসকে শিল্পী বলেন, "তাদের কাজগুলো আমাদের ডুবিয়ে দিতে পারে বা আমাদের ভাসিয়ে রাখতে পারে, এই বিষয়ে সচেতন হওয়া উচিত।"
জোয়ার -ভাটার টানে প্রতিদিন ১২০ কেজির (২৬৪ পাউন্ড) ফাইবারগ্লাস মূর্তিটি প্রতিদিন ডুবে যায় এবং ভেসে ওঠে। , এই নিয়ে BBK বলেছে, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করতেই এই পদক্ষেপ। তাদের বক্তব্য, "যদি আমরা অস্থিতিশীল মডেলের উপর বাজি ধরতে থাকি, তাহলে পরিণতি এমনি হবে।"