Advertisement
ভাইরাল

'বাড়াবাড়ি রকমের সেক্সি বোল্ড লুক, তাই আমায় মলে ঢুকতে দেয়নি'

  • 1/7

অতিরিক্ত হট লুকের জন্য একজন রিয়েলিটি টিভি তারকাকে দুবাইয়ের একটি শপিং মল থেকে বের করে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ ওই মহিলার। সেই সঙ্গে তাঁর আরও দাবি, ওই মল কর্তৃপক্ষ পুলিশকেও ফোন করেছে।
 

  • 2/7

২২ বছর বয়সী অ্যামি রাশ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর ১,৮৮,০০০ জন ফলোয়ার রয়েছেন। কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন।

  • 3/7

তিনি জানান, দুবাইতে ঘোরার সময়ে একটি শপিং মলে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা তাঁর পথ আটকান। পোশাক ঠিক নেই, এই অভিযোগ এনে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। 

Advertisement
  • 4/7

জার্মানের এক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই তারকা গ্লিটার টপ এবং মিনি স্কার্ট পরে মলে গিয়েছিলেন। সেটা ঘিরেই বিতর্ক।

  • 5/7

মহিলার দাবি, শপিং মলে তাঁকে কেনাকাটা করতেও বাধা দেওয়া হয়। এমনকী পুলিশে ফোন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। 

  • 6/7

অ্যামি বলেন, "হঠাৎ একজন নিরাপত্তারক্ষী আমার কাছে এসে বললেন, 'আমি খুব সেক্সি পোশাকে রয়েছি, আমি এইভাবে মলে ঘুরে বেড়াতে পারি না।' অ্যামি বলেন, "তাঁরা আমাকে পুলিশের হুমকি দেয় এবং লিখিত সতর্কতা দিয়ে মল থেকে বের করে দেওয়া হয়।"

  • 7/7

সতর্কতায় লেখা ছিল, "দয়া করে সম্মানজনক পোশাক পরুন।" অ্যামি রাশ আরও বলেন, "তারপর আমি দ্রুত বাইরে একটি লম্বা টি-শার্ট কিনে তা পরলাম। যাইহোক, আমি মনে করি না আমার পোশাকটি খুব সেক্সিস্ট ছিল।"

Advertisement