জিলাপি না খাওয়ার বেদনা ট্যুইটারে শেয়ার করলেন তামিলনাড়ুর এক আইপিএস অফিসার। তার উত্তর ওই অফিসারের স্ত্রী এমনভাবে দিলেন যে, সেটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আইপিএস অফিসার সন্দীপ মিত্তাল ট্যুইটে জানান, ছোট বেলায় তিনি ২৫ পয়সা দিয়ে জিলাপি কিনতেন। তখন ভাবতেন বড় হয়ে আরও জিলাপি খেতে পারবেন। কিন্তু এখন তাঁর স্ত্রী জিলাপি খেতে দেন না।
আইপিএস অফিসারের এই টুইটটি ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করেন। এর মধ্যেই তাঁর স্ত্রী জবাব দিয়ে লেখেন, আজ আপনি ঘরে আসুন....
আইপিএস অফিসারে স্ত্রীয়ের এই ট্যুইটে নিয়ে হাসি মজা চলতে থাকে। আইএফএস অফিসার মোহন চন্দ্র বিষয়টি নিয়ে ট্যুইট করেন।
একজন ব্যবহারকারী লিখেছেন যে "স্যার, আজ বাড়ি যাও, মনে হচ্ছে আপনি নিশ্চিত জিলাপি পেয়ে যাবেন।" একই সময়ে, আরও একজন তার মন্তব্যে জানান "স্যার অবশ্যই জিলাপি খাওয়ার ছবিটি ভাগ করে নেবেন।"