Advertisement
ভাইরাল

Viral VIDEO: কী ভাবে বিষাক্ত কোবরাকে রাস্তা পার করাচ্ছে ট্র্যাফিক পুলিশ! দেখুন

  • 1/5

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন কত না ভিডিও ভাইরাল হয়। এবার ভাইরাল হল এমন একটি ভিডিও যা দেখে হতবাক হবেন অনেকেই। কোবরার জন্য দীর্ঘক্ষণ আটকে রইল ট্রাফিক। 

  • 2/5

ঘটনাটি কর্ণাটকের। রাস্তা দিয়ে একটি কোবরাকে পারাপার হতে দেখেন ট্রাফিক পুলিশরা। কিন্তু সেই সময়ে ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলছিল। ফলে ওই সাপটির ক্ষতি হতে পারত। এমনকি মৃত্যুও হতে পারত।

  • 3/5

এরপরেই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেন পুলিশরা। সমস্ত গাড়িকে থেমে যেতে বলা হয়। বেশ কিছু চালক বুঝেই উঠতে পারেননি আদতে কী হচ্ছে। অনেকে গাড়ি থেকে নেমেও যান।

Advertisement
  • 4/5

পরে রাস্তার সামনে আসতেই অনেকের কাছে বিষয়টি নজরে আসে। একটি সাপ রাস্তা পার হচ্ছে, তাই জন্য ট্রাফিক পুলিশরা গাড়ি চলাচল বন্ধ রাখে। পরে কোবরা সাপটি রাস্তা পার করে নিলে গাড়ি চলাচল ফের শুরু হয়।

  • 5/5

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই পুলিশ কর্মীদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা।
 

Advertisement