ব্যাঙ্কের ছোট্ট একটি ভুল। তবে ভুলটা ঠিক ছোট নয়। কারণ এই ভুলেই রাতারাতি এক মধ্যবিত্ত পরিবার হয়ে গিয়েছিল কোটিপতি। (সব ছবি প্রতীকী গেটিইমেজেস)
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বাসিন্দা ড্যারেন জেমসের পরিবারের ভাগ্য রাতারাতি বদলে গেল। হঠাৎ তার স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে গেল যে তিনি কোটিপতি হয়ে গেলেন। তিনি জানিয়েছেন, যে প্রায় ৩৭০০ বিলিয়ন টাকা স্ত্রীর চেজ ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়েছিল। এই লেনদেন ১২ জুন হয়েছে।
ওই ব্যক্তি জানান, আমরা ঝুঝে উঠতে পারছিলাম না এই টাকা কোথা থেকে এসেছে। আমরা মাঝেমধ্যেই ভাবতেই এই টাকা কেউ ফিরিয়ে নিয়ে যেতে তাদের কাছে আসবেন। যদিও তারা সেই টাকা খরচও করেননি।
জেমস জানান, তিনি জানতেন এই টাকা খরচ করলে তা চুরির সমান হবে। তাই তিনি এই টাকায় হাতও দেননি। তবে এই টাকা আসা কিছুক্ষণের জন্য তিনি বিশ্বের কোটিপতিদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন।
তিনি জানান, এই পরিমাণ টাকা তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ১২ জুন জমা ছিল। ১৫ জুন পর্যন্ত এই পরিমাণটি তার অ্যাকাউন্টে থেকে চলে যায়। ওই ব্যাঙ্কের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে তারা ত্রুটিটি সংশোধন করেছেন।