scorecardresearch
 
Advertisement
ভাইরাল

বিনা অর্ডারেই আসছে Amazon থেকে গিফট! বিরক্ত মহিলা শেষে কী করলেন

করা হয়নি কোনও
  • 1/7

করা হয়নি কোনও অর্ডার। তবুও রোজ বাড়িতে পৌঁছে যাচ্ছে গিফট। তাও রোজ একই জিনিস আসছে এক মহিলার বাড়িতে। বিরক্ত হয়ে শেষে তিনি যা করলেন...

নিউইয়র্কের বাসিন্দা
  • 2/7

নিউইয়র্কের বাসিন্দা এক মহিলার বাড়ি প্রতিদিনই অ্যামাজন থেকে গিফট আসা শুরু হয়। কী করে এতো গিফট আসছিল, কিছুতেই ওই মহিলা বুঝতে পারেননি। গিফটের বাক্স গোটা বাড়িতে ভরে গিয়েছিল।

ওই মহিলা জানান,
  • 3/7

ওই মহিলা জানান, ৫ই জুন থেকে একের পর এক বাক্স তার বাড়িতে আসতে থাকে। তিনি প্রথমে ভেবেছিলেন তার কাজের ক্ষেত্র থেকে কেউ গিফট দিচ্ছে। প্রতিদিন এমন গিফট আসার পরে ওই মহিলা কার্যত বিরক্ত হয়ে যান। 

Advertisement
শেষে অ্যামাজনের
  • 4/7

শেষে অ্যামাজনের গ্রাহক সেবা কেন্দ্রে ফোন করে পুরো বিষয়টি বলেন ওই মহিলা।  মহিলাও সমস্ত সামগ্রী ফিরিয়ে দেন। এক রিপোর্টে বলা হয়েছে যে ওই মহিলা প্রতিটি বাক্সেই হাজার হাজার সিলিকন সার্পোট ফ্রেম পেয়েছেন। যা দিয়ে শিশু ও বৃদ্ধদের জন্য মাস্ক তৈরি করা হত।

সংস্থার তরফে বলা
  • 5/7

সংস্থার তরফে বলা হয় তাদের কোনও ভুল হয়নি। প্রত্যেকটি অর্ডারে ওই মহিলারই বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে। এর পরেই ওই মহিলা অর্ডার দেওয়া নম্বর নিয়ে ট্র্যাক করতে শুরু করেন। 

তবে অনেক
  • 6/7

তবে অনেক চেষ্টা করেও ওই মহিলা বুঝতে পারেননি এর পিছনে কে রয়েছে। ওই মহিলার দাবি, প্রথমে তিনি ভেবেছিলেন এর পিছনে কোনও জালিয়াতি রয়েছে। কিন্তু প্রত্যেকটি সামগ্রী এক হওয়ায় তিনি কিছুতেই বিষয়টি বুঝতে পারছেন না।
 

আপাতত সোশ্যাল
  • 7/7

আপাতত সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন ওই মহিলা। নিত্যদিন একই গিফট বাড়ি আসায় কার্যত বিরক্ত হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
 

Advertisement