আজগর। প্রতীকী ছবি৫৪ বছর বয়সী এক মহিলাকে জীবন্ত অবস্থায় গিলে ফেলেছে বিশালাকার এক অজগর। পরে অজগরটিকে মেরে ওই মহিলার দেহ বের করা হয়। শুক্রবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। জঙ্গলে যাওয়ার পরেই ওই মহিলার কোনও খোঁজ মেলেনি। দুই দিন পর ওই মহিলাকে গিলে ফেলা অজগরটিকে খুঁজে পান স্থানীয়রা। মহিলাটিকে গিলে ফেলায় অজগরটির পেট ফুলে উঠেছিল। তা দেখেই সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।
ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়াতে। ৫৪ বছর বয়সী জারাহ শুক্রবার রাতে হঠাৎ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে খুঁজতে থাকেন। প্রায় দু'দিনের জঙ্গলে একটি অজগর দেখা মেলে। অজগরটির পেট অস্বাভাবিক ভাবে ফুলে ছিল। এরপরেই স্থানীয় বাসিন্দারা অজগরটিকে মেরে পেট কেটে ওই মহিলার দেহ বের করে।
Grandmother, 54, is eaten alive by 22ft python in Indonesia https://t.co/APCmQ6W3f8
— Daily Mail Online (@MailOnline) October 25, 2022
এই ধরনের বিশালাকার অজগর শিকারকে গ্রাস করতে কয়েক সপ্তাহ সময় নেয়। কিন্তু এই সাপটি জারাহ গোটা শরীরকেই গিলে খেয়েছিল। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, নিখোঁজ মহিলা শুক্রবার ফেরেননি। এরপর তাঁর পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করেন। অফিসাররা জানান, স্থানীয় লোকজন এই অজগরটির পেট কেটে জারাহার লাশ বের করে। তবে ঘটনার পরে ওই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কারণ ইদানিং ওই গ্রামে সাপের উৎপাত বেড়েছে। এর আগে ২৭ ফুটের একটি অজগরও ধরা পড়েছিল স্থানীয় নাগরিকদের হাতে। কয়েকদিন আগে গ্রামের দুটি ছাগলও নিখোঁজ হয়। অনুমান করা হচ্ছে, সেই ছাগলদুটিকে গিলে খেয়েছে অজগর। লম্বা আকৃতির অজগর ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। ২০১৭ সালেও এক ব্যক্তি জীবন্ত গিলে খেয়েছিল অজগর।