scorecardresearch
 

২৫ বছরের যুবতীর ১৪ বছরের ছেলে! নেটিজেনদের দাবি 'অঙ্কটা বোঝান'

ভিডিওটি টিকটকে ভাইরাল হওয়ার পর বিভিন্ন ইউজার কমেন্টও করেন। তাঁরা জানতে চান 'Bonus Son'-এর অর্থ কী? এক ইউজার লিখেছেন, 'আমি ভেবেছি এ আপনার নিজের ছেলে। আপনি যখন ১১ বছরের ছিলেন তখনই কি এর জন্ম?' আরও এক ইউজার লিখেছেন, 'এই অঙ্কটা বুঝতে পারছি না, কেউ আমায় বোঝান'।

Advertisement
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
হাইলাইটস
  • ছেলের সঙ্গে ভিডিও মহিলার
  • দু'জনের বয়সের পার্থক্য নিয়ে বিভ্রান্তি
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টিকটক ভিডিওতে এক মহিলা দাবি করেছেন তাঁর বয়স ২৫, আর তাঁর ছেলের বয়স ১৪। ভাইরাল ভিডিওতে তাঁর ছেলেকে 'Bonus Son' বলেছেন ওই মহিলা। ভিডিওতে তিনি বলেছেন কম বয়েছে মা হতে পেরে তাঁর খুবই ভাল লাগে। তিনি তাঁর ছেলেকে খুবই ভালওবাসেন। 

ওই মহিলার নাম কোর্টনি লি হেবিট। তিনি জানাচ্ছেন যে তাঁকে অনলাইনে ট্রোল করা হয়েছিল। কারণ তাঁর ও তাঁর ছেলের বয়সের পার্থক্য খুবই কম। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাঁকে একটি গানও গাইতে দেখা যাচ্ছে। ভিডিওতে লেখা, 'আপনি যখন ২৫ বছরের, তখন আপনার ১৪ বছরের বোনাস সন রয়েছে। আমরা একসঙ্গে প্রথম ভিডিও করেছি, সেটি শোরগোল ফেলে দিয়েছে'। 

ভিডিওটি এখনও পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষরও বেশি মানুষ দেখে ফেলেছেন। সেটি দেখে অনেক ইউজার রীতিমতো দ্বন্দ্বে পড়ে গিয়েছেন। বোনাসের অর্থ সৎ আত্মীয় হিসেবেও হয়। যদিও মহিলা এটি স্পষ্ট করেননি যে সেটি তাঁর সৎছেলে কিনা। তাই ইউজাররাও বিভ্রান্ত।

ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট

ইউজাররা প্রশ্ন করেন 'Bonus Son'-এর অর্থ কী?
ভিডিওটি টিকটকে ভাইরাল হওয়ার পর বিভিন্ন ইউজার কমেন্টও করেন। তাঁরা জানতে চান 'Bonus Son'-এর অর্থ কী? এক ইউজার লিখেছেন, 'আমি ভেবেছি এ আপনার নিজের ছেলে। আপনি যখন ১১ বছরের ছিলেন তখনই কি এর জন্ম?' আরও এক ইউজার লিখেছেন, 'এই অঙ্কটা বুঝতে পারছি না, কেউ আমায় বোঝান'।

কমেন্টের জবাব
মহিলা ভিডিওটির ফলোআপ ভিডিও তৈরি করেছেন। যেখানে তিনি মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন। এক ইউজার প্রশ্ন করেছিলেন, 'আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। বোনাস সন-এর মানে কী, আপনি কি বিস্তারিতভাবে বোঝাবেন?' উত্তরে মহিলা জানান, 'আমি ভিডিও করার বিষয়ে নতুন। কিন্তু আমার ভাল লাগছে। আমায় মাফ করবেন, যদি আপনারা এটি দেখে নিরাশ হয়ে থাকেন তো।' তিনি আরও বলেন, 'আমার টিকটকে আপনাদের স্বাগত। আমি কারও প্রশ্ ন করায় ব্যাথিত না। বোনাস মাদার হওয়া অর্জন করতে হয়। আর সৎ মা (Step Mother) হলেন তিনি যিনি একজন পিতাকে বিয়ে করেন।' তাঁর এই পোস্টটি ২ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন।  

Advertisement

আরও পড়ুনপুষ্পার 'শ্রীভল্লি'-র বাংলা ভার্সান গাইলেন উষা উত্থুপ, নিমেষে VIRAL 

 

Advertisement