Amdanga MLA Controversy: 'নমাজ হলে পুজোর মাইক বন্ধ করুন', ফরমান তৃণমূলের এই সংখ্যালধু বিধায়কের

পাঁচ ওয়াক্ত নমাজের সময় দুর্গাপুজোয় মাইক বন্ধ রাখার অনুরোধ উত্তর ২৪ পরগনার আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের। তাঁর বক্তব্য, যেখানে মিশ্র এলাকা রয়েছে, কাছাকাছি মসজিদ আছে সেখানে ১০-১৫ মিনিটের জন্য মাইক বন্ধ রাখা হোক। সম্প্রীতির বার্তা দিয়ে এই অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক।

Advertisement
'নমাজ হলে পুজোর মাইক বন্ধ করুন', ফরমান তৃণমূলের এই সংখ্যালধু বিধায়কেরআমডাঙার বিধায়ক রফিকুর রহমান

পাঁচ ওয়াক্ত নমাজের সময় দুর্গাপুজোয় মাইক বন্ধ রাখার অনুরোধ উত্তর ২৪ পরগনার আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের। তাঁর বক্তব্য, যেখানে মিশ্র এলাকা রয়েছে, কাছাকাছি মসজিদ আছে সেখানে ১০-১৫ মিনিটের জন্য মাইক বন্ধ রাখা হোক। সম্প্রীতির বার্তা দিয়ে এই অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক।

তিনি বলেন, "আমডাঙার মাটি সম্প্রীতির মাটি। এখানকার মানুষ একসঙ্গে ওঠাবসা, খেলা করে। আমি অনুরোধ করব যেখানে মিশ্র এলাকা আছে সেখানে কাছাকাছি মসজিদ আছে, সেই ওয়ার্ডগুলিতে যেখানে মাইকের আওয়াজ পৌঁছয় দয়া করে বন্ধ রাখুন। অথবা শুধু পুজোর ক্যাম্পাসেই শোনা যায়।"

তাঁর আরও বক্তব্য, "সমাজের সকলে এক নয়। আমরা সবাই ধার্মিক। ধর্মের মূল কথা সবাই এক হও। তবে আমরা এখনও এক হতে পারিনি। কিছু কিছু মানুষ প্রতিক্রিয়াশীল আছে। তাই অনুরোধ করব, আপনারা পাঁচ ওয়াক্তে মাইক বন্ধ রাখার চেষ্টা করবেন।"

আমডাঙা এলাকার ১২২টি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমডাঙার তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুর রহমান একথা বলেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল বিতর্ক শুরু হয়।

POST A COMMENT
Advertisement